সরকারি জমির পুনরুদ্ধারে গ্রাম পঞ্চায়েত ও চেম্বার অব কমার্সের মধ্যে চরম বিভেদ

শুক্রবার,১২ ই জুলাই ২০২৪

সোমনাথ মুখার্জি , অন্ডাল : সম্প্রতি উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে উখড়া পঞ্চায়েত ও প্রশাসন । স্থানীয় বাসিন্দা, ফুটপাত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের সাথে একাধিকবার বৈঠক করেছেন তারা । সিদ্ধান্ত হয়েছে আপাতত রাস্তার দুদিকে যে নিকাশী নালা রয়েছে সেই অংশ ছেড়ে বসবে দোকানিরা । বুধবার থেকেই এই সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করা হয় ব্যবসায়ীদের । ব্যবসায়ীরা সেই সিদ্ধান্ত মেনে নিকাশী নালার দু’পাশ ছেড়ে বসতে শুরুতে করে বুধবার থেকে ।‌ কিন্তু এদিন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই উখড়া বাজারের সমস্ত দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা ।

চেম্বার অব কমার্সের নির্দেশেই তারা দোকান বন্ধ করেছে বলে জানাই । কেন এই সিদ্ধান্ত এই বিষয়ে চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সরাফ বলেন বাজারের ফুটপাত দখল মুক্ত করার যে সিদ্ধান্ত পঞ্চায়েত নিয়েছে আমরা তার সাথে সহমত । কিন্তু নিকাশী নালার দুপাশ চিহ্নিত করার জন্য দোকান আসা-যাওয়ার রাস্তার মাঝ বরাবর ছোট খুটি বা পোল বসানো হচ্ছে তার বিরুদ্ধেই আমরা বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি । কারণ দোকান আসা যাওয়ার রাস্তার মাঝে পোল বসালে ক্রেতা আসা যাওয়া করবে কিভাবে ? সেই প্রশ্ন তোলেন মনোজ বাবু ।বণিক সভার অভিযোগ ভিত্তিহীন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে । পাশাপাশি উখড়া পঞ্চায়েতের সদস্য তথা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রাজু মুখার্জি বলেন, সরকারি নির্দেশ মেরে উখড়া বাজারের রাস্তায় মার্কিং করা হয়েছিল। এই মার্কিং প্রক্রিয়ার সময় উপস্থিত ছিল উখড়া চেম্বার অফ কমার্স উখরা গ্রামবাসী বৃন্দ এবং পঞ্চায়েত ও প্রশাসনের লোকেরা। রাজু বাবু এদিন উখড়া চেম্বার অব কমার্স এর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলে বলেন, মার্কিং করার পর পঞ্চায়েতের নির্দেশে এলাকায় খুঁটিপোতা হচ্ছিল। কিন্তু উখড়ার বেশ কিছু ব্যবসায়ী পঞ্চায়েতের কর্মীরা খুঁটি পুঁততে গেলে তাঁদের প্রাণ নাশের হুমকি দেয়, এমনকি সরকারি জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন রাজু বাবু। রাজু বাবু বলেন পোখরা চেম্বার অব কমার্স মানুষের জন্য তৈরি হয়েছিল আর সাধারণ মানুষকে না জানিয়ে হঠাৎ করে বাজার বন্ধ করার জবাব চেম্বার অব কমার্স দিতে হবে। নইলে আগামী দিনে মানুষ চেম্বার অব কমার্স এর কাছে এর জবাব চেয়ে নেবে।

error: Content is protected !!