মঙ্গলবার,২রা জুলাই ২০২৪
সোমনাথ মুখার্জী,অন্ডাল :- ছেলেধরার আতঙ্ক এখন দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। ছেলে ধরা সন্দেহের গুজব না ছড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ছেলে ধরার গুজবে এর মধ্যেই বহু জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। ঠিক সেরকমই ছেলে ধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি এলাকায়।উল্লেখ্য মঙ্গলবার সকালে, সিদুলি এলাকায় সন্দেহ ভজন ভাবে ঘুরতে দেখে এক ব্যক্তিকে এলাকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা বাউরির নামে এক মহিলা জানান, ওই ব্যক্তিকে এই এলাকায় আসার কারণ জিজ্ঞাসা করা হলে সে অসংলগ্ন উত্তর দিতে থাকে। তাকে ছেলেধরা সন্দেহ করতেই দৌড়ে পালাবার চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই ধাওয়া করে তাকে ধরে ফেলে স্থানীয় লোকজন। স্থানীয়দের চর থাপ্পড় পড়তেই ঘটনাস্থলে আসে পুলিশ। অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় এই ব্যক্তিটির পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামের বাসিন্দা। নাম বুদ্ধদেব পাকড়ে। ধৃত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বুদ্ধদেব পাকরের বৌদি অনুভা পাকড়ে ও তাদের এক প্রতিবেশী অলোক গাঙ্গুলি জানান, দীর্ঘদিন ধরে বুদ্ধদেবের মানসিক রোগের চিকিৎসা চলছে। মাঝেমধ্যেই বাড়িতে না বলে সে বাড়ির আশেপাশে বেরিয়ে যায়। গতকাল বাড়িতে না বলে বেরিয়ে ছিল বুদ্ধদেব। সমস্ত দিক খোঁজাখুঁজির পর লাউ দোহার ফরিদপুর থানায় মৌখিকভাবে জানানো হয় বলে জানান তিনি। আজ তিনি পুলিশের কাছ থেকে শুনতে পান তার দেওর কে ছেলে ধরা সন্দেহে আটক করেছে পুলিশ।বর্তমানে ছেলে ধরার সন্দেহ মারণ ভাইরাসের মতো দ্রুত ছড়িয়েছে এলাকায়। যার ফলে একেবারে ভিক্ষাবৃত্তি করে খাওয়া মানুষজন পড়েছেন চরম সমস্যায়। পাশাপাশি যে সকল ফেরিওয়ালারা ফেরি করেই তাদের জীবন যাপন করেন তাদেরও হয়েছে চরম সমস্যা। অপরিচিত জায়গায় ফেরি করতে গেলেই বিপদ। এমতাবস্থায় প্রশাসনের তরফে বারবার ছেলে ধরার গুজব না ছড়ানোর আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন জায়গায়। কাউকে সন্দেহ হলেই পুলিশকে খবর দিতে বলা হচ্ছে।