‘দুর্গাপুর সন্মান’ অনুষ্ঠানে শ্রীকান্ত আচার্যের গান অন্যমাত্রা যোগ করলো

সোমবার,১লা জুলাই ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে সৃজনী অডিটোরিয়ামে দ্বিতীয় বর্ষের ‘দুর্গাপুর সন্মান ২০২৪’ অনুষ্ঠিত হলো। সোমবার রাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামীজী মহারাজ, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে দুর্গাপুরের তিন কৃতিকে দুর্গাপুর সন্মান প্রদান করা হয়।বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত বলরাম দে ঝ্যঞ্জষ্টকে মরনোত্তর সম্মান প্রদান করা হয়। প্রয়াত বলরাম দে র সন্মান গ্রহন করেন বলরাম দে র স্ত্রী, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য দুর্গাপুর  ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জিকে দুর্গাপুর সন্মানে সন্মানিত করা হয়। এবং চলচ্চিত্র পরিচালক ,লেখিকা দ্বীপানিতা সেনগুপ্ত। দুর্গাপুর সন্মান প্রদান অনুষ্ঠান শেষ হতেই সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য কে সন্মানিত করা হয় দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে। এরপরেই শুরু হয় শ্রীকান্ত আচার্যের মনোজ্ঞ গানের অনুষ্ঠান।একে একে শ্রীকান্ত আচার্য জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন। কালজয়ী গান কেনো দূরে থাকো,দিল ঢুনডতাহু ফির ওহি,রবি ঠাকুরের গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন শ্রী কান্ত আচার্য।গান পরিবেশন করার মাঝে মাঝে শ্রীকান্ত আচার্য দুর্গাপুরের সঙ্গে তার নিবিড় সম্পর্ক বিভিন্ন সময়ে তিনি যে দুর্গাপুরে এসেছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন দর্শকদের মাঝে। এদিন দুর্গাপুর সন্মান প্রদান অনুষ্ঠান দেখতে এবং শ্রী কান্ত আচার্যের‌ কালজয়ী গান শুনতে সৃজনী অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায়।

# ছবি গুলি তুলেছেন জয়দেব সাহা

error: Content is protected !!