শেষমেশ দুর্গাপুরের মুশকিল আসান ‘বাপ্পা ‘ই আন্ত:রাজ্য বাস টার্মিনাস তৈরির উদ্যোগী হলেন

মঙ্গলবার,২রা জুলাই ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : তার প্রস্তাবে সাড়া দিয়ে সেইসময় অন্ডাল বিমান বন্দর থেকে দুর্গাপুরের সঙ্গে বিভিন্ন রাজ্যের নিবিড় যোগাযোগ স্থাপন করতে বিমান পরিষেবা চালু করার সম্মতি দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তিনি দুর্গাপুরে একটি আন্ত:রাজ্য বাস টার্মিনাস করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রীকে।২০১৮ সালে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রশাসনিক সভায় তৎকালীন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন কবি দত্ত। দুর্গাপুরের শিল্পপতি ব্যবসায়ীদের তখন তিনি একজন দায়িত্বশীল প্রতিনিধি এবং দুর্গাপুরের বাসিন্দা হিসেবে দুর্গাপুরের মানুষের‌ যোগাযোগের প্রয়োজন মেটাতে এই দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব মুখ্যমন্ত্রীকে সরাসরি দিয়েছিলেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তৎকালীন সভাপতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবি দত্ত র সেই দিন ই দুটি প্রস্তাবের বাস্তবতা বিবেচনা করে তা অনুমোদন করেছিলেন। তৎকালীন জেলা শাসকের নির্দেশে তৎকালীন দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা আন্ত: রাজ্য বাস টার্মিনাসটি করার ব্যাপারে প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছিলেন এবং জমি জরিপ করেছিলেন সে কথা সকলের জানা। শেষমেশ বিভিন্ন রাজ্যের সঙ্গে অন্ডাল বিমান বন্দরের যোগাযোগ স্থাপনে এক এক করে বিমান পরিষেবা গুলি চালু হলেও এডিডিএর লাল ফিতের জটিলতায় দুর্গাপুরের আন্ত:রাজ্য বাস টার্মিনাসটি করার পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রীর বাস টার্মিনাসের‌ অনুমোদন থমকে যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠান্ডা ঘরে।সময় বড় বলিয়ান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় মুশকিল আসান কবি দত্ত  বর্তমানে সদ্য নিযুক্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। উদ্যোগী কবি দত্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের গুরু দায়িত্ব ভার পেয়েই দুর্গাপুরকে সাজিয়ে তুলতে এক গুচ্ছ পরিকল্পনা হাতে নেন। তারমধ্যে দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া ভারত অপথ্যালমিক কারখানার জমিতে দুর্গাপুরের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ স্থাপন করতে আন্ত: রাজ্য বাস টার্মিনাস গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে দুর্গাপুরের আন্ত:রাজ্য বাস টার্মিনাস সহ দুর্গাপুরকে নুতন করে সাজিয়ে তুলতে এক উচ্চ প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ছাড়াও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি , দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল , দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় এবং ন্যাশনাল হাইওয়ের আধিকারিক,দুর্গাপুরের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা এই বৈঠকে যোগ দেন। রুদ্ধদ্বার বৈঠক শেষে মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত সাংবাদিকদের বলেন দুর্গাপুরের বাস টার্মিনাস গড়ে তোলার যে পরিকল্পনা ছিল তা খুব শীঘ্রই বাস্তব রুপ পাবে।সেই নিয়ে ই আজকের এই‌ উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। ‘দুর্গাপুর টুমোরো ‘  দুর্গাপুরের নুতন রুপরেখার ভিসুয়াল টিতে দুর্গাপুরের নুতন রুপ দেখানো হয়েছে  বলে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এদিন। মন্ত্রী বলেন আমরা এর রুপরেখা তৈরি করে খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে আর্থিক অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাবো।এই আন্ত :রাজ্য বাস টার্মিনাস হলে দুর্গাপুর শিল্পাঞ্চল অন্য মাত্রা পাবে বলে মন্ত্রী প্রদীপ মজুমদারের দাবি। মন্ত্রী  বলেন কাজের অগ্রগতি পর্যালোচনা করতে তাই প্রতি শনিবার প্রশাসনিক বৈঠক হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন আমরা খুব শীঘ্রই দুর্গাপুরের বাস টার্মিনাসটির তৈরি কাজ শুরু করে দেবো।তার জন্য ই আজকের এই প্রশাসনিক স্তরের বিভিন্ন দপ্তরের সমন্বয় স্থাপন করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক টি হলো। কবি দত্ত আরো বলেন কেবলমাত্র দুর্গাপুরে আন্ত: রাজ্য বাস টার্মিনাস টি ই করা হচ্ছে এমন নয়। দুর্গাপুরকে সাজিয়ে তুলতে এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এডিডিএ চেয়ারম্যান বলেন দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ডিভিসি মোড় পর্যন্ত গোটা এলাকা কে ঢেলে সাজানো হবে। তারজন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। অত্যাধুনিক একটি প্রেক্ষাগৃহ সহ রাস্তায় বসার জায়গা সহ প্রকাশ্যে যত্রতত্র ধুমপানের অভ্যাস আটকাতে নো স্মোকিং জোন যেমন করার পরিকল্পনা রয়েছে তেমনি ধুমপায়ীদের জন্য ধুমপানের নির্দিষ্ট ঘর ও করা হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনে কড়া ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে দুর্গাপুরের উন্নয়ন নিয়ে নবান্নে প্রকাশ্য মিটিং এ দুর্গাপুর নগর নিগমের দায়িত্ব প্রাপ্ত দের ভর্ৎসনা করেন। দুর্নীতি রুখতে নিজের দলের দুর্গাপুরের  শীর্ষস্থানীয় নেতা থেকে দুর্গাপুরে এক শ্রেণীর পুলিশ আধিকারিক কাউকে রেয়াত করেন নি মুখ্যমন্ত্রী।সূত্রের খবর এরপরেই মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছায়  দুর্গাপুরকে ঢেলে সাজানোর দায়িত্ব বর্তায় উদ্যোগী কবি দত্ত র উপর। এই বিষয়ে বড়ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদারকে।

এই জমি যেখানে দুর্গাপুরের আন্ত:রাজ্য বাস টার্মিনাস গড়ে তোলা হবে।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ‘বাপ্পা’ এরপরেই দুর্গাপুর পূর্ব বিধান সভার বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মুখ্যমন্ত্রীর আস্থাভাজন প্রদীপ মজুমদার কে সঙ্গে নিয়ে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক , দুর্গাপুরের  মহকুমা শাসক সহ দুর্গাপুরে র সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক দের সঙ্গে সমন্বয় স্থাপন করে দুর্গাপুরকে নুতন রুপে ঢেলে সাজানোর এক গুচ্ছ পরিকল্পনা করেন।সেই লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসকের নুতন কার্যালয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক টি হয়।  মুখ্যমন্ত্রীর নির্দেশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দুর্গাপুরকে ঢেলে সাজানোর এই পরিকল্পনাকে সাধুবাদ জানান দুর্গাপুরের সুশীল সমাজ।

error: Content is protected !!