উচ্ছেদ নোটিশ পেয়ে সরকারি জায়গায় থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙ্গে ফেললো দলীয় কর্মীরা

শুক্রবার,২৮ শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল  : যা পারেননি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।সেই কাজ করে দেখালেন সদ্য দায়িত্ব নেওয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। গতবছর সিটি সেন্টারের সরকারি জমি পুনরুদ্ধারের জন্য রাস্তায় জবরদখল উচ্ছেদ করলেও ডক্টরস কলোনির বিপরী দিকে এডিডিএর জমিতে গড়ে ওঠা ২২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় টি ভাঙ্গতে পারেননি।বলা হয়েছিল সেইসময় এটি সরকারি জমিতে নেই তাই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় টি ভাঙ্গা হয়নি।এই‌নিয়ে এডিডিএর তৎকালীন চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় কে অনেক কটাক্ষ শুনতে হয়। সরকারি জমি পুনরুদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পেয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নুতন চেয়ারম্যান কবি দত্ত সিটি সেন্টার চত্তরে সরকারি জমি দখলদার‌দের তিনদিনের নোটিশ দিয়েছেন ।হয় জমি স্বেচ্ছায় ছেড়ে দাও নচেৎ এডিডিএ ভেঙ্গে ফেলবে বেআইনি দোকান ঘর। নোটিশ দিয়ে বেআইনি দখল করা জমি চিহ্নিত করন করে দেওয়া হয়েছে। এরমধ্যে ২২ নং ওয়ার্ডের ডক্টরস কলোনির বিপরী দিকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় টি ও রয়েছে এডিডিএর জমিতে। শুক্রবার তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজে রাই উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রীর‌ নির্দেশ কে মান্যতা দিয়ে এডিডিএর নুতন চেয়ারম্যানের পাশে দাঁড়ালেন। উচ্ছেদ নোটিশ পেয়ে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভেঙ্গে ফেলে সরকারি জমি পুনরুদ্ধারের পক্ষে বার্তা দিলেন।এই বিষয়ে ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি বলেন‌ আমরা এডিডিএর উচ্ছেদ নোটিশ পেয়ে আমাদের দলীয় কার্যালয় ভেঙ্গে ফেললাম। সরকারি জমি ছেড়ে অন্য জায়গায় দলীয় কার্যালয় করবো এবার।

error: Content is protected !!