শুক্রবার,২৮ শে জুন ২০২৪
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : মানুষের মন পেতে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের তৃনমূল কংগ্রেস নেতানেত্রীদের প্রতি অসন্তুষ্ট । দুর্গাপুর নগর নিগম থেকে শিল্পাঞ্চলের কলকারখানা সর্বত্র ভুরি ভুরি অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের বিরুদ্ধে। দুর্গাপুরে সেভাবে উন্নয়নের কাজ হয়নি বলে যেমন মুখ্যমন্ত্রী তিরষ্কার করেছেন দুর্গাপুর নগর নিগমের পাঁচ প্রশাসককে তেমনি দুর্গাপুরের কারখানা গুলিতে শ্রমিকদের উপর তোলার জুলুম নিয়েও মুখ্যমন্ত্রী তিতিবিরক্ত। নেতানেত্রী থেকে দুর্গাপুরের পুলিশ নিয়েও সরব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া নজরদারি দেখে দুর্গাপুরের ভুক্তভোগী মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ফের আস্থা ফিরে পেয়ে ভুক্তভোগীদের একজন শুক্রবার মুখ খোলার সাহস দেখালেন। জীবনের আর মাত্র সাত মাস চাকরি ছিল এই অবস্থায় তোলা না দেওয়ায় চাকরি হারিয়েছেন দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের এ বসবাসকারী এক ঠিকা শ্রমিক শেখ আজবাহার।দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিইউসি এইসব শীর্ষস্থানীয় শ্রমিক নেতাদের বিরূদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এই বর্ষীয়ান ঠিকা শ্রমিক। শেখ আজবাহার অভিযোগ করেন দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টিটি ইউ সি শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায় নেতৃত্বে শেখ মনিরুল আবু কে তোলা দিতে না পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে। তিনি কাজ হারিয়েছেন।শেখ আজাহারের অভিযোগ এ্যাম্বুলেন্স কেনা বাবদ দিতে হবে বছরে ৩০০০ টাকা, আর প্রতি মাসে মাসে দিতে হবে ১০০ টাকা করে, শেখ আজবাহার সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকের কাজ থেকে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শেখ আজবাহার আইএনটিটিইউসি নেতা দীপংকর লাহাকে বিষয়টি জানালেও ঠিকেদার সংস্থা, এই অভিযোগ প্রথমে মানতে অস্বীকার করে।পরে অবশ্য সেই ঠিকা সংস্থা প্রভাত চট্টোপাধ্যায়, মনিরুল বা আবু না বললে তার পক্ষে কাজে ফেরানো হবে না দাবি করেন শেখ আজবাহার।পরে অবশ্য দীপঙ্কর লাহা এই গুরুতর অভিযোগ টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে জানান। অভিজিৎ ঘটক এই প্রসঙ্গে বলেন এই মাত্র আমি শুনলাম এই অভিযোগটি। আমি নির্দেশ নিয়েছি আজ দুপুরের সিফটেই শেখ আজবাহার কাজে যোগদান করবেন। এবং তিনি দুর্গাপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর করবেন শেখ আজবাহার। পুলিশ এদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।