প্রান্তিক শিশু কিশোরদের ফুটবল খেলায় উৎসাহ দিতে ‘জনান্তিকের’ উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল প্রদর্শনী ম্যাচ

শুক্রবার ২৮ শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের বেনাচিতির জনান্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা । বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন এই  স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।  জনান্তিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে একটি হলো এলাকার পিছিয়ে পড়া শিশু কিশোর দের খেলাধুলা নিয়ে উৎসাহ দান। বিশেষ করে ফুটবল প্রশিক্ষণ শিবির করে স্থানীয় পিছিয়ে পড়া শিশু কিশোরদের প্রশিক্ষিত করে আসছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি এলাকার প্রান্তিক শিশু কিশোরদের ফুটবল খেলায় উৎসাহ দিতে  জনান্তিক এক ফুটবল প্রদর্শনীর  আয়োজন করে। বেনাচিতির  ধনুরা প্লট জল ট্যাংকির মাঠে এই প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই প্রদর্শনী ম্যাচ উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলার অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ  স্থানীয় শিশু কিশোরদের  ফুটবল উপহার দেন এবং

জনান্তিক এর পক্ষ থেকে  স্থানীয় শিশু কিশোরদের ফুটবল খেলায় উৎসাহ দিতে জার্সি খেলার বুট এবং মোজা দেওয়া হয়। জনান্তিকের  এই উদ্যোগে  খুশি এলাকার ফুটবল প্রেমী মানুষ।

 

error: Content is protected !!