বৃহস্পতিবার,২৭ শে জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ১ লা জুলাই ডক্টরস ডে। বাংলার নবরুপকার ডা: বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। দুর্গাপুর শিল্পাঞ্চল ডাঃ বিধান চন্দ্র রায়ের মানস কন্যা। তাঁর হাতে তৈরি হয় এই দুর্গাপুর শিল্পাঞ্চল।তাই দুর্গাপুরের মানুষের কাছে আজো তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।দুর্গাপুরের মানুষ প্রতিবছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। এবছর ও তার প্রস্তুতি চলছে। দুর্গাপুরে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের বসবাস।নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে অনেকেই বিশ্ব দরবারে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করেছেন। দুর্গাপুরের ক্লাব সমন্বয় এই পবিত্র দিনটিতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করা ব্যক্তিত্বদের ‘দুর্গাপুর সম্মানে’ সন্মানিত করতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে। আগামী ১ লা জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুরের বিশেষ ব্যক্তিত্ব দের সম্মানিত করবে দুর্গাপুর ক্লাব সমন্বয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্গাপুরের স্বনামধন্য বিশেষ ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করতে বাংলার সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য বাংলার কালজয়ী সব গান পরিবেশন করবেন। এই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রবেশপত্র পাওয়া যাচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের ‘মাঙ্গলিক’ এ।