শুক্রবার,২৮ শে জুন ২০২৪
ব্যুরো নিউজ ,নিউজ বাংলা ডিজিটাল : অবৈধ নির্মান ভাঙ্গতে বড় পদক্ষেপ নিলো এডিডিএ ও দুর্গাপুর নগর নিগম যৌথভাবে।সরকারি জমি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ পেয়ে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নুতন চেয়ারম্যান কবি দত্ত। শুক্রবার দুর্গাপুরের অমরাবতীর ডিফেন্স কলোনিতে অবৈধ নির্মান ভাঙ্গতে যৌথভাবে লাল রঙের ক্রশ মার্কিং করে চিহ্নিত করনের কাজ শুরু করলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা । ১৯৭৩ সালে অবসর প্রাপ্ত ডিফেন্স কর্মীদের জন্য এডি ডিএ এই ডিফেন্স কলোনিটির জমি দেয়।৯৯৯বজরের লিজে ডিফেন্স কলোনিতে ডিফেন্স এর অবসর প্রাপ্তদের জমি দেওয়া হয়। বর্তমানে ৪৮জন অবসর প্রাপ্ত ডিফেন্স কর্মীর পরিবার রয়েছে।আর ২০১ জন সিভিলিয়ান রয়েছেন। ডিফেন্স কলোনির সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ এই ডিফেন্স কলোনিতে বেআইনি নির্মাণ তৈরি করে গুদাম ভাড়া দেওয়া হচ্ছে। যদিও বিশ্বজিৎ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দুর্গাপুর নগর নিগম এবং এডিডিএ যৌথ ভাবে অভিযান চালায় অমরাবতী ডিফেন্স কলোনিতে। দুর্গাপুর নগর নিগমের এক আধিকারিক বলেন আইন মোতাবেক কাজ হচ্ছে।