স্যানেটারি ন্যাপকিন সাজিয়ে বিশ্ব রেকর্ড রোটারি ক্লাব অফ উখরার

সোমবার, টাকা ২৪ শে জুন ২০২৪

ব্যুরো নিউজ , নিউজ বাংলা ডিজিটাল  : ৭৮৪৩টি পরিবেশ বান্ধব স্যানেটারি ন্যাপকিন দিয়ে স্কুলের মাঠ সাজিয়ে সচেতনতার বার্তায়  বিশ্ব রেকর্ড করলো রোটারি ক্লাব অফ উখরা। ঋতু কালীন স্যানেটারি ন্যাপকিনের প্রয়োজনীয় ব্যবহার নিয়েই সচেতনতা বার্তা দিতেই এই সেমিনারের আয়োজন করা হয় বলে জানা গেছে।সাধারণত স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের পর মাটিতে ফেলে যত্রতত্র ফেলে দিলে তা মাটিতে বিলীন হয়না বরং পরিবেশের ক্ষতি করে।পরিবেশে জীবাণু ছড়ায়। কিন্তু পরিবেশ বান্ধব স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের পর মাটিতে তা ফেলে দিলে নিমেশেই তা বিলীন হয়ে যায়। এবং কোনরকম জীবাণু ছড়ায় না।সেই বার্তা দিতেই উখরা আদর্শ হিন্দি হাই স্কুলে রোটারি ক্লাব অফ উখরার কর্ম কর্তারা সোমবার এক সেমিনারের আয়োজন করে। বিষয়বস্তু যাতে স্কুলের পড়ুয়াদের এবং শিক্ষিকাদের বোধগম্য হয় সহজেই তাই ৭৮৪৩টি স্যানেটারি ন্যাপকিন দিয়ে সাজানো হয় স্কুলের মাঠটিকে।ন্যাপকিনের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিষয়ে স্কূল পড়ুয়া কিশোরীদের সচেতনতা বৃদ্ধির জন্য এই সেমিনার করে সোমবার বিশ্ব রেকর্ড করে উখড়া রোটারি ক্লাব। সোমবার ২৪ শেষ জুন এই সেমিনার টি হয় দুর্গাপুর মহকুমার উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের মাঠে।এই সেমিনারে উখড়া রোটারেক্ট ক্লাবের সভাপতি শুভম সাউ,অভিষেক শর্মা,রোটারি ক্লাব অফ উখড়ার সভাপতি বিশাললাল সিংহ সহ অন্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই বিশ্ব রেকর্ডের স্বীকৃতি মিলেছে গ্লোবাল অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে। এর আগে স্যানেটারি ন্যাপকিন দিয়ে মুম্বাইয়ের পুনেতে ৪৫ মিনিট সময়ে ৪৫০০ স্যানিটারি ন্যাপকিন দিয়ে ৬০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে “মোজক” ডিজাইন তৈরি করা হয়েছিল। সেই বিশ্ব রেকর্ড সোমবার ভেঙ্গে দেয় রোটারেক্ট ক্লাব অব উখড়া। সংস্থার পক্ষে অভিষেক শর্মা জানান, মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৭৮৪৩ টি স্যানেটারী ন্যাপকিন প্যাকেট দিয়ে ১৫৫০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে “মোজক” ডিজাইন তৈরি করে রেকর্ড গড়েন তারা। স্যানেটারি ন্যাপকিনের ব্যবহারের উপযোগিতা নিয়ে হওয়া এই সেমিনারে অংশ নিয়েছিল স্কুলের ২২০০ ছাত্রী। তাদের প্রত্যেককে এদিন স্যানেটারি ন্যাপকিন উপহার দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিন পরিবেশ বান্ধব স্যানেটারি ন্যাপকিনের ব্যবহার ও সচেতনতা বৃদ্ধির সেমিনার করে বিশ্ব রেকর্ড করার পর রোটারি ক্লাব অফ উখরার কর্মকর্তাদের হাতে বিশ্ব রেকর্ড এর শংসাপত্র তুলে দেওয়া হয়।

error: Content is protected !!