সোমবার,২৪ শে জুন ২০২৪
সোমনাথ মুখার্জী,অন্ডাল :- সোমবার সাত সকালে পথ দুর্ঘটনায় কবলে পড়লো একটি পুলকার। অন্ডাল থেকে দক্ষিণখন্ডের দিকে আসছিল স্কুলের ছাত্র-ছাত্রী নেবার জন্য। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিল না কোন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলকার চালক। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলকার চালকের নাম চন্দন ভান্ডারী বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অন্ডাল দক্ষিণ খন্ড রাস্তার উপর দক্ষিণখন্ড পেট্রোল পাম্পের কাছে। উখড়া দিক থেকে দক্ষিণখন্ডের দিকে যাওয়া একটা বড় গাড়ির সামনাসামনি তাকে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনায় পুলকাদের সামনে অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ রাস্তার ওপর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে। অন্যদিকে ঘাতক গাড়িটি পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্ত বাউরি। তিনি বলেন খবর শুনেই তিনি এখানে এসেছেন। একটা স্কুলের গাড়ি দুর্ঘটনা গ্রস্ত হয়েছে। তবে কিভাবে কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পরিষ্কার নয়। পুলিশ এলাকার সিসিটিভিড় ফুটেজ দেখে ঘাতক গাড়িটির সনাক্ত করার চেষ্টা করছে।