দোকান নিয়ে মায়ের সঙ্গে প্রতারনা করার অভিযোগে গ্রেপ্তার বেনাচিতির নামকরা কাপড় ব্যবসায়ী

শনিবার,২২শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল ‌: শরীর খারাপ থাকায়,মা ছোট ছেলে সুরেশ জৈনকে দুর্গাপুরের বেনাচিতির নামকরা কাপড়ের দোকান আরিহন্ত দেখাশোনা করতে বলে মা দেশের বাড়ি ওড়িশা চলে যান । পরে মা দুর্গাপুরে ফিরতেই  ছোট ছেলে সুরেশ জৈন সুযোগ বুঝে ভুল বুঝিয়ে নিজের নামে কাপড়ের দোকানটি করে নেয় বলে অভিযোগ।‌দোকান ফিরে পেতে মা ২১ বছর ধরে বহু চেষ্টা করেও বিফলে মায়ের সব চেষ্টা। শেষমেশ বড় অশোক শিওয়ানীকে দিয়ে ব্যাঙ্কশাল কোর্টে মামলা দায়ের করান মা। কোর্টের নোটিশ পেয়েও হাজিরা না দেওয়ায় সুরেশ জৈনকে গ্রেফতারের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। সুরেশ জৈনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার দুর্গাপুর মহকুমা কোর্টে তোলা হলে তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী গৌরব ব্যানার্জী বলেন, উড়িষ্যার কটকের মহিলা দুর্গাপুরের বেনাচিতি বাজারে ২০০৩ সালে তাঁর কাপড়ে দোকান ছোট ছেলেকে সামলাতে দেন। সেই সময় দোকানের জিনিসপত্র ছিল ৯০ লক্ষ টাকার। অসুস্থ হয়ে পড়ায় মহিলা কয়েক বছরের মধ্যেই উড়িষ্যার কটকে চলে যান। তারপর একাধিকবার দোকানের হিসাব চেয়েছিলেন ছোট ছেলের কাছে ওই মহিলা। দীর্ঘ ২১বছর ধরে কোনো হিসাব না পেয়ে তাঁর বড় ছেলে অশোক কুমার শিওয়ানীকে দিয়ে চলতি মাসের ১৯তারিখ ছোট ছেলে সুরেশ কুমার জৈন র বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই বেনাচিতি থেকে গ্রেপ্তার করা হয় সুরেশ কুমার জৈন।।” শনিবার দুর্গাপুর মহকুমা কোর্টে হাজির করার সময় সুরেশ জৈন বলেন বড়দা অশোক শিওয়ানী তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। কি বলছেন বেনাচিতির কাপড় ব্যবসায়ী সুরেশ জৈন শুনুন সরাসরি

 

 

error: Content is protected !!