শনিবার,২২ শে জুন ২০২৪
ব্যুরো নিউজ নিউজ বাংলা ডিজিটাল : এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে কাঁকসার মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লা (২০) ও মহম্মদ আবদুর (১৫) নামে দুই ভাই আটক করলো শনিবার রাতে। অভিযোগ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই দুই ভায়ের বিরুদ্ধে।এর মধ্যে বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র হলেন হাবিবুল্লা।এবং মহম্মদ আবদুর কাঁকসা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শনিবার রাতে রাজ্য পুলিশের এস টি এফ কাঁকসার মীরেপাড়ায়া তার বাড়ি থেকে পাকড়াও করে মহম্মদ হাবি বুল্লাকে। বর্ধমান থেকে আটক করা হয়েছে মহম্মদ আবদুরকে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে এস টিএফের আধিকারিকরা দুজন কেই জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে কাঁকসা থানায় নিয়ে আসেন।