রাত পোহালেই জগন্নাথদেবের স্নান যাত্রা দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে উৎসবের জোর প্রস্তুতি

শুক্রবার,২১ শেষ জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ৭ ই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।তার আগে আগামীকাল শনিবার সকালে পূজো পাঠ আরতি হবার পর জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে।সেই উপলক্ষে দুর্গাপুরের স্টিল টাউন শিপের রাজেন্দ্র নাথ এভিনিউর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা এবং রথের জোর প্রস্তুতি চলছে। জগন্নাথ মন্দিরে একদিকে স্নান যাত্রার আয়োজন চলছে জোরকদমে তেমনি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা র মাসির বাড়ি রথের মেলা প্রাঙ্গণে অস্থায়ী মন্দির এবং মেলা তৈরির  জোর প্রস্তুতি চলছে। জগন্নাথ মন্দিরের সেবাইত নিত্যানন্দ সরকার বলেন ২২ জুন শনিবার সকালে প্রভুর পূজো পাঠ শুরু হবে তারপর আরতি হবে। এরপরেই প্রভুর স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। এরপরেই প্রভু মন্দিরের‌ গর্ভগৃহে প্রবেশ করবেন। প্রভু অসুস্থ থাকবেন সাতদিন।এই সাতদিন প্রভু জগন্নাথ দেবের চিকিৎসার জন্য দশমূলা পাচন ঔষধ দেওয়া হবে।  জগন্নাথ দেবের চিকিৎসার জন্য সাতদিন ধরে চলবে এই পাচন দেওয়া। এরপরেই দেওয়া হবে। তারপর ৭ই  জুলাই রথযাত্রা উৎসব। রথযাত্রার দিন ভোর থেকে জগন্নাথ মন্দিরে পূজো পাঠ শুরু হবে। সারাদিন চলবে। তারপর ঔদিন বিকেলে রাজেন্দ্র নাথ এভিনিউর জগন্নাথ মন্দির থেকে রথে উপবিষ্ট প্রভু জগন্নাথ বলরাম ও মা সুভদ্রা যাবেন মাসির বাড়ি রাজীব গান্ধী মেলা ময়দানের  অস্থায়ী মন্দিরে। সেখানে এবার দশদিন থাকবেন প্রভু। তারপর হবে ১৪ ই জুলাই হবে উল্টো রথ। সেদিন ফের প্রভু আবার মন্দিরে ফিরে আসবেন। সেবাইত নিত্যানন্দ সরকার বলেন তাই প্রভুর স্নান যাত্রা এবং রথযাত্রা উৎসব উপলক্ষে মন্দিরে জোর প্রস্তুতি চলছে।

error: Content is protected !!