বেনাচিতি বাজারে ওজনে কেজিতে ১০০ থেকে ২০০ গ্রাম কম, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের বিশেষ অভিযান

শুক্রবার,২১ শে জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল :  ভাবতে পারেন আপনার কেনা খাদ্যদ্রব্য বা কেনা জিনিসপত্রে ওজন কেজিতে  ১০০ থেকে ২০০ গ্রাম কম !  এই  দুর্মূল্যের বাজারে সঠিক মূল্য দিয়েও ক্রেতারা সঠিক ওজন পাচ্ছেন না। ক্রেতাদের এই অভিযোগ ছিল ছিল দীর্ঘদিন ধরে । সেই অভিযোগের এবার হাতেনাতে ধরা পড়লো বাজারে দুষ্কর্ম করা ব্যবসায়ীরা।শুক্রবার সাতসকালেই  ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে ক্রেতা সেজে দুর্গাপুরের বেনাচিতি বাজারে হঠাৎ করে অভিযান চালায় ।বেনাচিতি বাজারের বিভিন্ন দোকানে ইলেকট্রনিক্স দাঁড়িপাল্লায় চেক করেন। তারা গরমিল ধরেন।বেনাচিতি বাজারের বেশকিছু দোকানে ইলেকট্রনিক্স ওজন মেশিনে গরমিল রয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেইসব গরমিল করা মেশিন গুলি বাজেয়াপ্ত করে। এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এদিন অভিযুক্ত দোকানদারদের কেবলমাত্র সতর্ক করে ছেড়ে দেন। আগামীদিনে ফের অভিযান চলবে তখন যদি এইভাবে ওজন মেশিনে গরমিল দেখা যায় তখন কড়া ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনায় বেনাচিতি এলাকায় ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

error: Content is protected !!