Breaking News :ফের অপহরণের ঘটনা দুর্গাপুরে, এবার সিটি সেন্টার পোষ্ট অফিসের কর্মী অপহৃত জাতীয় সড়ক থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলবার,১৮ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : তিলক ময়দান থেকে শিশু অপহরণের‌ ঘটনার পর এবার সিটি সেন্টার লাগোয়া নব ওয়ারিয়া মোড় জাতীয় সড়ক থেকে এক ব্যক্তিকে অপহরণ করলো দুষ্কৃতিরা। জানা গেছে অপহৃত ব্যক্তির নাম মাখন লাল মীনা।বছর বত্রিশের এই রাজস্থানী যুবক সিটি সেন্টারের কোর্ট চত্বরের ভারতীয় ডাকঘরের কর্মী ছিলেন।নব ওয়ারিয়া একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও মেয়ে নিয়ে থাকতেন। মিশুকে স্বভাবের ছেলে মাখন লাল বলে দাবি পাড়াপড়শিদের। মঙ্গলবার সকালে আনুমানিক দশটার কিছু আগে  বাড়ি থেকে বের হয়ে অফিস যাবার সময় সিটি সেন্টারের ঢোকার মুখে জাতীয় সড়কের উপর তার বাইক একটি ইনোভা গাড়ি ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়।পরে চারজন যুবক ইনোভা থেকে নেমে এসে মাখনলাল কে চ্যাংদোলা করে তুলে নিয়ে ইনোভা চালিয়ে দুর্গাপুরের এসিপি অফিসের  পাশ দিয়ে পলাশডিহি হয়ে ফের জাতীয় সড়ক ধরে চলে যায়।বাইকটি ঘটনাস্থলেই পড়ে থাকে।জানা গেছে এই  ঘটনাটি অপহরণের ঘটনা মনে করে এক প্রত্যক্ষদর্শী ছুটে গিয়ে সিটি সেন্টারের ট্রাফিক পুলিশকে খবর দেয়। এরপরেই পুলিশ দুষ্কৃতিদের ধরতে জোর তৎপরতা শুরু করে।নাকা চেকিং পয়েন্টে জোর তৎপরতা শুরু হয়।এই খবর চাউর হতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্গাপুর থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছুটে আসেন। মাখন লাল মীনার স্ত্রী বর্ষা মীনাখবর পেয়ে ঘটনাস্থলে আসেন। বর্ষা মীনা বলেন অফিসে যাবার জন্য বাড়ি থেকে বের হয় এরপর কি হয়েছে আমি কিছু জানি না।জানা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ পুলিশ আধিকারিকরা সব দিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অপহৃত মাখন লালের ভাড়া বাড়ির মালিক হরেন চন্দ্র দাস বলেন আমি খবর পেয়ে এসে দেখছি পুলিশ এসেছে। তদন্ত করছে। আমি পুলিশের কাছে দাবি জানাচ্ছি অফিস যাবার পথে আমার ভাড়াটিয়া মাখন লাল সাত সকালেই অপহরণ হয়ে গেল। অবিলম্বে ছেলেটিকে উদ্ধার করে ওর স্ত্রী মেয়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক।আর এই ঘটনার আসল রহস্য কি পুলিশ খুঁজে বের করুক।

error: Content is protected !!