মোহন বাগানের পর এবার ইস্টবেঙ্গল সরনি দুর্গাপুরে

রবিবার,১৬ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : গত ডিসেম্বর মাসে  দুর্গাপুরে মোহনবাগান  ফ্যান ক্লাবের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় এবং দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির আন্তরিক সহযোগিতায় দেশের শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহন বাগান ক্লাবের নামে এক রাস্তার নামকরণ করা হয়। দুর্গাপুরের গভর্মেন্ট কলেজে পাশের লম্বা রাস্তাটি যেটি আই কিউ সিটি হাসপাতালে গিয়ে শেষ হয়েছে।এই‌ রাস্তার নামকরণ করা হয় মোহন বাগান এভিনিউ।গত ৩রা ডিসেম্বর এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাস্তাটির উদ্ধোধন করা হয়। দুর্গাপুরের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সেইসময় এই মোহন বাগান এভিনিউ রাস্তার নামকরণের ফলকের উদ্ধোধন করেন। ব্যারেটোর মতো একঝাঁক নামিদামি ফুটবলার অনুষ্ঠানে এসে মোহন বাগান ফ্যান ক্লাবের কর্মকর্তাদের উৎসাহ উদ্দীপনার তারিখ করেন।ফের ১৬ ই জুন রবিবার বিকেলে ডিএমসি থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের সামনের রাস্তাটির নামকরন করা হয় মোহন বাগান ক্লাবের চির প্রতিদ্বন্দ্বী শতাব্দী প্রাচীন আরেক বাংলার ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের নামে। ইস্টবেঙ্গল সরনি। সিটি সেন্টারের জাংশন মলের সামনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ইস্টবেঙ্গল সরনির সূচনা করা হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের আলভিটো নবীর মতো নামজাদা সমস্ত ফুটবলাররা আসেন ।এদিন দুর্গাপুরের ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগ এবং দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির সহযোগিতায় ইস্ট বেঙ্গল সরনি‌ সিটি সেন্টারে করা সম্ভব হয় বলে জানা গেছে। এদিনের ইস্ট বেঙ্গল সরনির উদ্ধোধনী অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা বের হয়। ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের কর্মকর্তারা এই শোভাযাত্রায় অংশ নেন। এদিন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের‌ পক্ষ থেকে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যদের এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতাকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের কেউ কেউ এদিন বলেন  বাংলার চির প্রতিদ্বন্দ্বী ঘটিবাটির ক্লাব মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাব। যুযুধান দুই ফুটবল ক্লাবের সমর্থকদের উৎসাহ উদ্দীপনাকে মাথায় রেখে ই শহরের একদিকে মোহন বাগান শহরের আরেক প্রান্তে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে রাস্তা না করে পাশাপাশি করলে ভালো হতো।মোহন বাগানের পাশাপাশি কোন রাস্তায় ইস্ট বেঙ্গল ক্লাবের নামে ইস্ট বেঙ্গল সরনির করলে বাংলার শতাব্দী প্রাচীন দুটি ফুটবল ক্লাবের নাম অনেক বেশি ভক্তদের উদ্দীপনার সঙ্গে মুখে মুখে উচ্চারিত হতো।

error: Content is protected !!