রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড থেকে ধৃত এক দুষ্কৃতি

সোমবার,১০ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী , আসানসোল : রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এক দুষ্কৃতিকে ঝাড়খণ্ডের গিরিডি সরিয়ার জঙ্গল থেকে গ্রেপ্তার করে সোমবার আসানসোল আদালতে হাজির করে।ধৃতের নাম সূরজ কুমার সিং। সূরজ কুমার সিং এর সঙ্গে আসানসোল থেকে ছিনতাই হয়ে যাওয়া ক্রেটা চার চাকার গাড়িটি ও উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান এক জন কে গিরিডি সরিয়ার জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আসানসোল আদালতে ধৃতকে হাজির করা হয়।১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পাওয়া গেছে। গোটা ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য রবিবার ভরদুপুরে রানীগঞ্জের ডাক বাংলায় এক নামকরা সোনার দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটে।ছয়সাত জনের ডাকাত দল ডাকাতি করে এক বস্তা সোনা হাতিয়ে বাইক কে করে চম্পট দেয়।ডাকাতরা যাবার সময় রানীগঞ্জের টহলদারি পুলিশের সঙ্গে বাজারে র মধ্যে গুলির লড়াই হয়।এক দুষ্কৃতি আহত হয়। শ্রী পুরের আইসি মেঘনাথ মন্ডল ডাকাত দল কে তাড়া করলেও সাত আটজনের ডাকাত দল পালাতে সক্ষম হয়। এরপরে আসানসোলে নয়ন দত্ত নামের দুর্গাপুরের এক ব্যক্তির চার চাকা গাড়িটিকে ছিনতাই নিয়ে যায় দুষ্কৃতিরা ।নয়ন দত্ত গাড়ি দিতে প্রথমে অস্বীকার করে তাকে পায়ে গুলি করে দেয় দুষ্কৃতিরা। রাস্তায় এলোপাতাড়ি গুলি চালায়। রানীগঞ্জ ও আসানসোল উভয় জায়গায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতিদের‌ ধরতে জোর তৎপরতা শুরু করে। পুলিশ সূত্রের খবর ক্রেটা গাড়িতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস থাকায় পুলিশ গাড়িটির উপর নজরদারি করতে অনেক সুবিধা হয়। এরপরেই ঝাড়খণ্ডের গিরিডি সরিয়ার জঙ্গল থেকে পুলিশ কুকুর দিয়ে চিরুনি তল্লাশি করে বাকি দুষ্কৃতিরা পালিয়ে গেলেও শেষমেষ সূরজ কুমার সিং কে ধরতে সক্ষম হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। ছিনতাই হ ওয়া গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ।গাড়ি থেকে কার্তুজ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। পুলিশ এই ডাকাত দলের সব দুষ্কৃতিকেই ধরতে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে

error: Content is protected !!