বিষ্ণু পুর লোকসভার অধীনে পূর্ব বর্ধমানের খন্ডকোষে ভোটে বিরোধীদের ভোট দানে বাধার অভিযোগ

শনিবার,২৫ শে মে ২০২৪

শ্রেয়া দাস, খন্ডকোষ, পূর্ব বর্ধমান : আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের বাঁকুড়ার ভোট গ্রহণ পর্ব। বাঁকুড়ার বিষ্ণুপুরের অন্তর্গত খন্ডকোষ এলাকায় আজ সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে।

বিরোধী দলের নেতাকর্মীদের অভিযোগ তাদের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে সকাল থেকে। সিপিএম নেতা চিত্তরঞ্জন সন্ন্যাসী বলেন আমাদের ভোটার ও কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিকল্পিত ভাবে খন্ডঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ।  খন্ডকোষের সিপিএম কর্মীরা নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জানায়। খন্ডঘোষের ১৪১ নং বুথে নেই কোনো বিরোধী এজেন্ট। এই ঘটনায় গোটা এলাকায় সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সিপিএমের মহিলা কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় দেখাচ্ছে যে  ভোটের গননার পর তাদের ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবে । এই বিষয়ে প্রশ্ন করলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা রকি খান সিপিএম সহ বিরোধী দলের নেতাকর্মীদের অভিযোগ নসাৎ করে দিয়ে বলেন এলাকায় শান্তি পূর্ণ ভাবে ভোট হচ্ছে।তাই সিপিএম সহ বিরোধী দলের পক্ষ এইসব মিথ্যে অভিযোগ করা হচ্ছে।গোটা এলাকা শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অশান্তির খবর নেই।

 

 

 

 

error: Content is protected !!