শুক্রবার,২৪ শে মে ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : চিকিৎসায় গাফিলতির প্রসূতির মৃত্যুর অভিযোগে দুর্গাপুরের মহকুমা,হাসপাতালে সুপার এবং অ্যাসিস্টেন্ট সুপারকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ হয় শুক্রবার । জানা গেছে সন্তান জন্ম দিয়েই প্রসূতির মৃত্যু ঘটে। অভিযোগ পরিবারের সদস্যদের না জানিয়ে প্রসূতির সিজার করে হাসপাতাল কর্তৃপক্ষ ।সিজারে সন্তান জন্ম দেবার পর পর ই প্রসূতির মৃত্যু হয় । পরিবারের সদস্যদের অনুমতি না নিয়ে কেন প্রসূতিকে সিজার করা হয় হাসপাতালের সুপার ধীমান মন্ডলের কাছে এই প্রশ্ন তোলেন মৃতার পরিবারের সদস্যরা। মৃতার নাম মৌসুমী হাঁসদা।বয়স ২৪। জানা গেছে কাঁকসার কুলডিহার বাসিন্দা মৌসুমী হাঁসদা বৃহস্পতিবার সন্তান প্রসবের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় । অভিযোগ, পরিবারের সদস্যদের না জানিয়ে প্রসূতির সিজার করা হয়।সন্তানের জন্ম দিয়েই মারা যায় অবস্থার অবনতি হলে মৌসুমী হাঁসদা। অভিযোগকারীরা কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন মৃতার পরিবারের সদস্যদের অভিযোগের তদন্ত করা হবে। দোষী প্রমানিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালের পক্ষ থেকে।