দুর্গাপুরে নামি কর্পোরেট সংস্থার স্টোরে তিনদিন ধরে টানা কর্মবিরতি পালন কর্মীদের

শুক্রবার ,২৪ শে মে ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল :  এক গুচ্ছ অভিযোগ সহ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তিনদিন ধরে দুর্গাপুরের সিটি সেন্টারের এক নামি কর্পোরেট সংস্থার স্টোরে কর্মবিরতি পালন করছে সংস্থার ঠিকা কর্মীরা। সংস্থার এই স্টোরে ৮৯ জন ঠিকা কর্মী রয়েছেন বলে জানা গেছে। কর্মীদের অভিযোগ স্টোরের ম্যানেজমেন্ট হঠাৎ করে তাদের সহকারী কর্মীদের দুর্গাপুরের বিভিন্ন নুতন স্টোরে বদলি করা শুরু করেছে। কর্মীরা জানান আমরা এই স্টোরে দীর্ঘদিন ধরে কাজ করছি।এর আগে ও বিগ বাজার ছিল এই স্টোরে। পরবর্তী সময়ে দেশের নামি কর্পোরেট সংস্থার এই স্টোরটি এলে আমরা এই স্টোরেই কাজ ফিরে পাই। আমরা তৃণমূল কংগ্রেসের‌ সমর্থক , লোকসভা নির্বাচনে কীর্তি আজাদের সমর্থনে প্রচারে গেছি।তাই রাজনৈতিক কারনে  নানা অজুহাতে আমাদের হয়রানি করানো হচ্ছে। বেতন আটকে দেওয়া হচ্ছে। আমাদের রাজনৈতিক কারণেই সুপরিকল্পিতভাবে সিটি সেন্টারের স্টোর থেকে অন্যত্র বদলি করে দেওয়া শুরু করা হয়েছে। তাছাড়া আমরা সংস্থার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ও আমরা বঞ্চিত হচ্ছি বলেও অভিযোগ কর্মীদের। আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করে এর প্রতিবাদ জানাচ্ছি।জানা গেছে বুধবার থেকে টানা তিনদিন ধরে স্টোরের কাজকর্ম বন্ধ । চরম ক্ষতির সম্মুখীন স্টোর কর্তৃপক্ষ বলে পাল্টা অভিযোগ । স্টোর কর্তৃপক্ষ ও স্টোরের কর্মীদের অনড় মনোভাবের ফলে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সিটি সেন্টারের এই স্টোরে। কর্মীদের অভিযোগ স্টোর কর্তৃপক্ষ গোটা ঘটনার জন্য থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দেয়।খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে অবিলম্বে কর্মীরা স্টোরের অচলাবস্থা না কাটাতে কাজে যোগদান না করলে স্টোর কর্তৃপক্ষ অচলাবস্থা কাটাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।

error: Content is protected !!