বিহারের আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত দুর্গাপুরে গ্রেপ্তার ,ক্রাইম ব্রাঞ্চের অফিসার ভূয়ো পরিচয় দিয়ে দুর্গাপুরের মেয়েকে বিয়ে করে প্রতারক

শুক্রবার,২৪ শে মে ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল  : আর্থিক প্রতারণার মামলায় কোর্টে হাজির করতে দুর্গাপুর থেকে ব্যক্তিকে গ্রেফতার করলো বিহার পুলিশ। জানা গেছে অভিযুক্ত নিজেকে ক্রাইম ব্রাঞ্চের ভুয়ো অফিসারের পরিচয় দিয়ে দুর্গাপুরে বিয়ে করে শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে যায় বিহার পুলিশ। বিহারের লক্ষী সরাই থানার পুলিশ আধিকারিক উপস্থিত সাংবাদিকদের জানান ২০২৩ সালের ঘটনা এটি। বিহারের লক্ষ্মীসরাই এক ব্যবসায়ী রাজেশ কুমার তার কোম্পানিতে কম্পিউটার সরবরাহের জন্য রাকেশ কুমার কে অনলাইনে পেমেন্ট করে পাঁচ লক্ষ টাকা। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও কয়েকমাস পেরিয়ে গেলেও কম্পিউটার না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন রাজেশবাবু। তারপর থানায় রাজেশ বাবুর অভিযোগের  অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিহার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর থেকে দুর্গাপুর পুলিশের সাহায্যে গ্রেপ্তার করে। পুলিশ তদন্তে জানতে পারে অভিযুক্ত নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুরের বেনাচিতির গোঁসাইনগরের একটি মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতো।

error: Content is protected !!