এসবিএসটিসি বাসের বেপরোয়া গতিতে এক স্কুটি আরোহীর মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে

মঙ্গলবার ,২১ শে মে ২০২৪

গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল :  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুর্গাপুরের এক স্কুটি আরোহীর। মঙ্গলবার সকালে দুর্গাপুরের দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুরের সদর কার্যালয়ের সামনের ঘটনা।এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা  দক্ষিণ বঙ্গের সদর কার্যালয় বিক্ষোভ দেখায়। এবং মৃতের পরিবারের প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবিতে  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের  রাস্তা অবরোধ করে  বিক্ষোভ দেখায় । খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে  ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।স্থানীয়রা জানান , দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনায় ফলে প্রান দুর্ঘটনা ঘটছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। অবিলম্বে স্থানীয় এলাকায় গতি ধীর করে গাড়ি চালাতে হবে চালকদের। স্থানীয় বাসিন্দারা বলেন মঙ্গলবার সকাল দুর্গাপুরের ডিপিএল থেকে গ্যামন ব্রীজের রাস্তা দিককে ঝড়ের গতিতে  দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাবার সময় এক  স্কুটি চালককে সজোরে ধাক্কা মেরে স্কুটি সহ চালক কে টেনে হেঁচড়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কার্যালয়  পর্যন্ত টেনে নিয়ে যায়। স্থানীয় মানুষ গাড়ি থামানোর জন্য চিৎকার করলে আরো দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসটি দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কার্যালয়ে ঢুকে যায় এবং গেট ও বন্ধ করে দেওয়া হয়।কেন এই অমানবিক কাজ করা হলো। জানা গেছে মৃতের নাম শ্যামল পরামানিক বয়স ৩৯ বছর । স্থানীয় এলাকার বাসিন্দা। এই ঘটনায় স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে।মঙ্গলবার সকালে দীর্ঘ ক্ষন ডিভিসি মোড় থেকে স্টেশন যাবার রাস্তা টি অবরুদ্ধ হয়ে পড়ে।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

error: Content is protected !!