‘রেমাল ‘ দূর্যোগ মোকাবিলার জন্য কালনা পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হলো

শনিবার,২৫ শে মে ২০২৪

প্রিয়া দত্ত,কালনা, পূর্ব বর্ধমান : ‘রেমাল’ ঘূর্ণিঝড় শনিবার সন্ধ্যায় পশ্চিম বঙ্গে আছড়ে পড়তে পারে। তাই দূর্যোগ মোকাবিলার জন্য পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় জোর তৎপরতা চলছে।দুর্যোগ মোকাবিলায় তৎপর কালনা পৌরসভাও । শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল। তিনি বলেন ভাগীরথী কালনা পাড়ে যাওয়া বন্ধ করা হয়েছে আপাতত।পৌরসভার তরফে  একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। একই সাথে দুর্যোগ মোকাবিলার জন্য শনিবার সন্ধ্যার পর থেকেই কালনার রবীন্দ্রসদন এলাকায় একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ২৪ ঘন্টা থাকছে বিপর্যয় মোকাবিলার কর্মীরা।  রবিবার ২৪ ঘন্টা খোলা থাকবে কালনা পৌরসভা।

error: Content is protected !!