মুখ্যমন্ত্রী এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপুরের সম্পাদকের পরস্পর বিরোধী মন্তব্যে বিতর্ক

রবিবার,১৯ শে মে ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : মুখ্যমন্ত্রী এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদকের পরস্পর বিরোধী মন্তব্যের জেরে রবিবার দুর্গাপুর শিল্পাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে হুগলীর গোঘাট থেকে আক্রমণ করেছিলেন।সব সাধু সমান নয় বলে ছিলেন। বহরমপুরের ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ ভোটে তৃনমূল কংগ্রেসের এজেন্ট কে বসতে দেবেননা বলায় মুখ্যমন্ত্রী বেজায় চটেছেন ভারত সেবাশ্রমের প্রতি। তাদের চিহ্নিত করেছি বলেও মুখ্যমন্ত্রী আক্রমণ করেন। ইসকনের জমি দেওয়া থেকে আসানসোলের রামকৃষ্ণ মঠ নিয়েও অনেক করেছি বলে আক্রমণ করে বলেন ‘সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। মুখ্যমন্ত্রী বহরমপুরের কার্তিক মহারাজকে বলে ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না, এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। এই ঘটনায় ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীর উপর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। সাধু-সন্তরা তাদের মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলেও অভিযোগ করেন এই প্রসঙ্গে দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মন্তানন্দ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে স্বামীজী মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশে বলেন উনি একটা পাগলী, তার কথার কোন ঠিক নেই।যা বলার দরকার উনি তা বলেন না।যা বলার দরকার নেই উনি তাই বলেন। মহারাজ আরো বলেন উনি তো দেশের প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা বলেন । একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম এবং সাধু সম্প্রদায়কে অপমানের অভিযোগে যেমন জলঘোলা হতে শুরু করেছে তেমনি ভারত সেবাশ্রম দুর্গাপুর শাখার সম্পাদকের মুখ্যমন্ত্রী কে পাগলী বলায় শিল্পাঞ্চলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

error: Content is protected !!