ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য জমির পাঁচিল তৈরিতে ফের বাধা দখলদারদের, ঘুরিয়ে দেওয়া হলো ডিএসপির আধিকারিকদের

২০শে মে ২০২৪গ

গনেশ চক্রবর্তী , দুর্গাপুর :  দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য দখলকৃত জমি উচ্ছেদের নোটিশ দিয়েছে লোকসভা নির্বাচনের আগেই। পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে ডিএসপির জমির দখলদাররা।লোকসভা ভোট গ্রহণের জন্য এতদিন সব চুপচাপ ছিল।ভোট মিটতেই ফের ফাঁকা জায়গায় শুরু হয় ডিএসপির পাঁচিল দেবার কাজ। সোমবার দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের অন্তর্গত তামলা এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানার ফাঁকা জমিতে ডিএসপি কারখানার আধিকারিকরা ফাঁকা জমিতে পাঁচিল দেবার কাজ তদারকি করতে গেলে ডিএসপির জমির দখলদাররা এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেয়। কাজ করতে না দিয়ে তাদের ঘুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ যাদবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা ডিএসপি কারখানার আধিকারিকদের কাজ না করতে দিয়ে তাদের জোর করে ঘুরিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ যাদব বলেন ডিএসপি পাঁচিল দেবে আর আমাদের বাড়ির লোকদের অসুবিধা হবে এটা মানতে পারবো না।যতক্ষন না ডিএসপি কর্তৃপক্ষ আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করছে ততোক্ষন পর্যন্ত আমরা ডিএসপি কারখানা কর্তৃপক্ষ কে কোন কাজ করতে দেবো না।ডিএসপির জনসংযোগ আধিকারিক বেদ বন্ধু রায় বলেন আমি শুনেছি একটা সমস্যা হয়েছে। ডিএসপি কারখানা কর্তৃপক্ষ নিয়ম মেনেই সব করছে।

error: Content is protected !!