দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত তিন

শনিবার ,১৮ ই মে ২০২৪

প্রিয়া দত্ত,  দুর্গাপুর :  দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে তৃণমূল কংগ্রেসের  ছাত্র ও যুব সদস্যদের দুই গোষ্ঠীর মধ্যে  ব্যাপক সংঘর্ষে অভিযোগে উতপ্ত হলো কলেজ চত্ত্বর। জানা গেছে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ছাত্র ও যুব তৃণমূলের একটি গোষ্ঠী ওপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের মারধোর ও খুনের চেষ্টার মত গুরুতর অভিযোগ করে । অভিযোগ দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধোরের অভিযোগ উঠে কলেজের প্রাক্তন ছাত্রনেতা ইমরান খান এবং তার দলবলের বিরুদ্ধে ।এই  ঘটনায় চার জন ছাত্র আহত হয় । তাদের তিনজনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন সংকটজনক বলে জানা গেছে।তার মাথায় রডের আঘাত লেগেছে বলে অভিযোগ । তৃতীয় বর্ষের ছাত্ররা এই ঘটনার জন্য সরাসরি কলেজের প্রাক্তন ছাত্র নেতা ইমরান খান কে দায়ী করে । কলেজের ছাত্ররা কলেজের প্রাক্তন ছাত্র নেতা ইমরান খানের জন্য কলেজের গঠন-পাঠনের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে । আহত ছাত্রদের  দাবি  কলেজের প্রিন্সিপাল কে বলেও কোন ফল হয়নি। ইমরান কলেজে নিজের দাদাগিরি চালাতে নুতন ছাত্রদের অত্যাচার চালায় নির্বিচারে। ছাত্রীদের ও ছাড়েনা ইমরান।অথচ কলেজে অভিযোগ জানানো হয়েছে। এবং থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোন পক্ষ ই ইমরান প্রভাশালী হবার কারণে ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ বা দুর্গাপুর থানা।যার বিরুদ্ধে এইসব অভিযোগ সেই ইমরান খান বলেন এইসব অভিযোগ মিথ্যা। কলেজে সেরকম কিছু হয়নি। এমনি স্পোর্টস নিয়ে ঝামেলা হয়েছে দুই পক্ষের মধ্যে।আমি শুনে দুই পক্ষের ঝামেলা মিটিয়ে দেবার ব্যবস্থা করেছি।

error: Content is protected !!