ভোট মিটতেই রেলের জমিতে উচ্ছেদ নোটিশ চরম আতঙ্কে দুর্গাপুর স্টেশন সংলগ্ন সিনেমা রোডের বাসিন্দারা

শুক্রবার,১৭ ই মে ২০২৪

অনুসূয়া রায় ,দুর্গাপুর  : ভোট বড় বালাই। ভোটের আগে বিস্তর প্রতিশ্রুতি। আর ভোট মিটতেই পুনরায় মুষিক ভব: । অর্থাৎ সেই উচ্ছেদ নোটিশ দেওয়া হলো আবার। দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের অন্তর্গত সিনেমা রোড এলাকায় রেল কর্তৃপক্ষ জবরদখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমরা এই এলাকায় ৪০-৫০ বছর ধরে বসবাস করছি।রেল কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ দিয়েছে আমাদের।২৯ শে মের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। নাহলে হয়তো রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে বলে নোটিশে বলেছে। বাসিন্দাদের আশঙ্কা লোকসভা ভোট পেরিয়ে গেছে এবার উচ্ছেদ অভিযান করা হবে ।এখন পরিবার নিয়ে কোথায় যাবো আমরা! আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে আমরা কোনভাবেই এই জায়গা ছাড়বো না। বাসিন্দাদের অভিযোগ ভোটের আগে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই এবং সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কোনভাবেই উচ্ছেদ করা হবে না। তাহলে ভোট মিটতেই কেন আমাদেরকে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ ধরিয়ে দিলো। বাসিন্দাদের দাবি অবিলম্বে লক্ষন ঘড়ুই এবং সুরিন্দর সিং আহলুওয়ালিয়া এসে আমাদের রক্ষা করুন।এখন তাদের তো পাত্তা পাচ্ছি না কেন! কেন তারা আসছেন না আমাদের বিপদের সময়! এই ঘটনায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন সিনেমা রোড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

error: Content is protected !!