শুক্রবার,১৭ ই মে ২০২৪
প্রিয়া দত্ত দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের সারদা পল্লীতে শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জীর পোস্টারে গোবর লেপাকে কেন্দ্র করে সারদা পল্লীতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তাপস সাহা বললেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ভোট হয়ে গেছে ভোট মিটে গেছে। গণতান্ত্রিক দেশ সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে কে বিজেপিকে দিয়েছে কে তৃণমূলকে দিয়েছে কে সিপিএমকে দিয়েছে সেটা কোন ব্যাপার নয় যা খুশি দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি পোস্টারে গোবর দেওয়া বা ছিড়ে দেয়া এটা দুষ্কৃতীদের কাজ । কিছু এখানকার দুষ্কৃতি আছে যারা কাজকর্ম করে না যারা ফ্রি রেশনের চাল খায়, দুপুরবেলায় তাদের বউরা ভাতটা তুলে দেয় দিদির দেওয়া ফ্রি রেশনের চাল, দিদির দেওয়া বারোশো টাকা সেই লক্ষীর ভান্ডারের টাকা দিয়ে সংসার চালায়। আর বিজেপির দেওয়া পাঁচ হাজার টাকা মদের খরচা দিয়ে দুষ্কৃতিকারীরা এইসব করে বেড়াচ্ছে। আমরা চাই উপযুক্ত তদন্ত করে দুষ্কৃতী গুলো চিহ্নিত করা হোক, আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ তদন্ত করছে ।আমরা দোষীদের চরম শাস্তি চাই।