কাঁকসার বামুনআড়া শিল্পতালুকের এক বেসরকারি কারখানায় পাঁচিল চাপা পড়ে মৃত দুই শ্রমিক, চরম উত্তেজনা কারখানা চত্তরে

শুক্রবার ১৭ ই মে ২০২৪

গনেশ চক্রবর্তী, কাঁকসা :  কাঁকসার বামুনআড়ার এক বেসরকারি ইস্পাত কারখানার পাঁচিল চাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কারখানা চত্তরে ব্যাপক উত্তেজনা হয়।জানা গেছে মৃত দুই শ্রমিকের নাম চন্দন বাউরী ও  রাম টুডু দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা বলে শ্রমিক মহল সূত্রে জানা গেছে। এই ঘটনায় কারখানার সামনে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর চালায়।খবর পেয়ে  ঘটনাস্থলে আসে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে বামুনআড়ার এক বেসরকারি ইস্পাত কারখানার ভিএসপি কারখানার সাব স্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছে ।সেই পাচিলের ধারে একটি নালা তৈরির কাজ চলছিল।ফলে পাঁচিল টি হেলে পড়ে কয়েকদিন ধরে। এরমধ্যে কারখানা কর্তৃপক্ষ ঔ পাঁচিলে নিচেই কাজে পাঠায় বলে অভিযোগ। কাজ করার ফাঁকে  চারজন কারখানার শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার নিচে বসেছিলো। হঠাৎ করে বেঁকে যাওয়া পাঁচিল হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আর পাঁচিলের তলা থেকে উদ্ধার করে তড়িঘড়ি গুরুতর আহত  দুই শ্রমিককে হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়। পাঁচিলের নিচে আরো কেউ চাপা পড়ে আছে কিনা তাও দেখা হচ্ছে বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার সামনে গোপাল পুরের গ্রামবাসীদের এবং কারখানার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়। খবর সংগ্রহ করা পর্যন্ত ঘটনাস্থলে চরম উত্তেজনা রয়েছে। পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীদের এবং কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।

error: Content is protected !!