কিকবক্সিং রাজ্য স্তরের প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্বর্ধনা দুর্গাপুরে

শুক্রবার,১৭ ই মে ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :   দুর্গাপুরের এল এস এম কিকবক্সিং একাডেমীর পক্ষ থেকে তাদেরই একাডেমির ৭জন পদকজয়ী কিকবক্সিং খেলোয়াড় কে সম্বর্ধনা দেওয়া হলো দুর্গাপুর বিধানগর চিলড্রেন্স ওয়েলফেয়ার সোসাইটির প্রাঙ্গনে। গত ৩রা মে থেকে শিলিগুড়ি তে অনুষ্ঠিত হওয়া ৪র্থ রাজ্য কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে পশ্চিম বর্ধমান জেলার ১২জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে তার মধ্যে এল এস এম একাডেমির ফাউন্ডার তথা প্রধান কোচ শ্রী ঈশ্বর মাঝির তত্ত্বাবধানে থাকা ৭জন খুদে খেলোয়াড় প্রত্যেকেই পদক জয় করে ।১টি স্বর্ণ ,৪টি রৌপ্য ,৬টি ব্রোঞ্জ পদক তাদের ঝুলিতে আসে এবং পশ্চিম বর্ধমান জেলার মুখোজ্জল করে । এদের মধ্যে ৮বছর বয়সী আরাধ্যা শীল স্বর্ণ পদক পেয়ে আগামী ২১শে মে -২৬শে মে মহারাষ্ট্রে জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য মনোনীত হয় ।বাকিদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে উইভি মন্ডল ,সুরভী মন্ডল ,স্বাধীন কিস্কু ,আরিশ রায় রৌপ্য পদক জয় করে ।এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কিক বক্সিং এসোসিয়েশন এর জেলা সভাপতি শান্তনু নাগ ।তিনি বলেন ,”সকল কে শুভেচ্ছা এবং আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও খেলোয়াড়রা সাফল্যের মুখ দেখবে ।”এলএসএম কিকবক্সিং একাডেমির ঈশ্বর মাঝি জানান যে তাদের একাডেমির খেলোয়াড়দের যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে নিপুন ও দক্ষ বানানো হয় যাতে আগামীতে তারা জাতীয় স্তরে শুধু নয় আন্তর্জাতিক স্তরেও পদক জয় করে দেশের এবং এই দূর্গাপুর শহরের নাম উজ্জ্বল করবে ।

error: Content is protected !!