সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নির্মূল করা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে বিধান নগরের ডিডিএ মার্কেটে বিশেষ কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠনের

শুক্রবার,১৭ ই মে ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  দুর্গাপুরের বিধান নগরের ডিডিএ মার্কেট ও সংলগ্ন এলাকায়  দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান ও সুইচ অন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে  বৃহস্পতিবার সকালে প্লাস্টিক ব্যবহারের নিয়ন্ত্রণ এবং ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র না ফেলার আবেদন নিয়ে এক কর্মসূচি পালন করে।দুর্গাপুর নগর নিগম এর সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবী কর্মীরা ছোট ছোট দল করে বাজার ও সংলগ্ন স্থানে পথ চলতি মানুষের কাছে আবেদন করেন   যাতে”প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করেন “, তাছাড়া” যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না” । এদিন ডিডিএ মার্কেট এলাকায় ছড়িয়ে ছিটয়ে পড়ে থাকা প্লাস্টিক  সংগ্রহ করেন স্বেচ্ছাসেবী কর্মীরা।আয়োজক সংগঠনের পক্ষে কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী জানিয়েছেন –এই কর্মসূচির মূল লক্ষ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নির্মূল করা এবং পরিবেশ রক্ষার কাজে বহু মানুষকে সামিল করা। প্রাথমিকভাবে আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস এই কর্মসূচি চলবে।

error: Content is protected !!