বুধবার,১৫ ই মে ২০২৪
সোমনাথ মুখার্জী, অন্ডাল :- খনির নিচে ইসিএল কর্মীদের সুরক্ষার ব্যাপারে গাফিলতির দৃষ্টান্ত বারবার সামনে এসেছে। বারবার খনির নিচে কর্মরত অবস্থায় ইসিএল কর্মীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। চলতি মাসের ৮ তারিখ কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে খনির নিচে কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক ই সি এল কর্মীর। বারবার খনির নিচে এই ভাবে দুর্ঘটনার পরও হুশ ফেরেনি ইসিএল কর্তৃপক্ষের। বুধবার সকালে ফের শ্রমিক মৃত্যুর ঘটনার খবর সামনে এলো। প্রত্যেকদিনের মত মঙ্গলবার রাতের শিফ্টে নিজের কাজে যোগ দিয়েছিলেন বছর ৪৫ এর রঞ্জিত বাউরী নামে এক এ সি এল কর্মী। তিনি আন্ডারগ্রাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতেন বলে জানা গেছে। রাতের শিফট হয় রাত্রি বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত। বুধবার সকাল ৭ টা ১৫ নাগাদ ঘটে দুর্ঘটনা। ফোনের নিচে দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় রঞ্জিত বাউরির বলে কোলিয়ারি সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে অন্ডালের জামবাদ কোলিয়ারীর চার নম্বর পিটে। কোলিয়ারিতে এদিনের এই দুর্ঘটনার পরই খনির নিচে সুরক্ষার দাবিতে সোচ্চার হয় খনি কর্মীরা। মৃত ক্ষণিকর্মির বাড়ির একজনকে সঙ্গে সঙ্গে চাকরি এবং উপযুক্ত যে সমস্ত ক্ষতিপূরণ ই সি এল এর নিয়ম অনুযায়ী দুর্ঘটনার পর দেওয়া হয়ে থাকে সেইসবের দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খনি কর্মীরা ও পরিবারের লোকজন। ইসিলে তরফের সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ার পর বিক্ষোভ উঠে যায়। তবে শেষমেশ প্রশ্ন একটা থেকেই যায়, এভাবে দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েই কি দায় সারবে ইসিএল? নাকি এরপর খনির নিচে সুরক্ষার ব্যাপারে নজর দেবে। যদিও এই বিষয়ে ইসিএলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।