বৃহস্পতিবার,১৬ ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী, পূর্ব বর্ধমান : দিলীপ ঘোষের পোলিং এজেন্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার। মৃতের নাম অভিজিৎ রায়,সেলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় মন্ডল সভাপতি ছিলেন। লোকসভা ভোটে এবার মন্তেশ্বর বিধানসভার ১৬৪ নম্বর বুথের দিলীপ ঘোষের পোলিং এজেন্ট ছিলেন। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদে তারা মন্তেশ্বর থানা ঘেরাও করে। পূর্ব মন্তেশ্বরে সেলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায় ওই ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি। ভোটের দিন দিনভর পোলিং এজেন্ট ছিলেন। সাহসের সঙ্গে বুথ পাহারা দিয়েছেন। তারপর সেদিন রাত থেকেই নিখোঁজ হয়ে যান।বৃহস্পতিবার সাত সকালে তার বাড়ির কাছে একটি খামার বাড়ির গাছে অভিজিৎ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীদের দাবি যেহেতু অভিজিৎ রায় দিলীপ ঘোষের পোলিং এজেন্ট ছিলেন।সাহস দেখিয়ে দিনভর পোলিং পাহারায় ছিলেন।তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিকল্পিত ভাবে অভিজিৎ রায় কে খুন করে তার বাড়ির কাছে খামার বাড়িতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। এদিকে অভিজিৎ রায়ের চরিত্র হনন করে আত্মহত্যার তত্ব খাড়া করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অভিজিৎ রায় কে নিয়ে অনেক কুকথা বলা হয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীরা জানান এই ভিডিও টি পরিকল্পিত ভাবে জোর করে অভিজিৎ রায়ের বাবাকে দিয়ে করা হয়েছে বলে দাবি তাদের । স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে কোন পাল্টা অভিযোগ বা বাদানুবাদে যেতে চাননি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন মৃত্যু নিয়ে কোন রাজনীতি নয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে। রিপোর্ট এলেই আসল রহস্য উন্মোচন হবে। প্রশাসন দেখছে এই বিষয়টি। এই বিষয়ে খবর সংগ্রহ করা পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।মন্তেশ্বর থানার পুলিশ সবদিক বিবেচনা করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।