মঙ্গলবার,১৪ ই মে ২০২৪
সোমনাথ মুখার্জি, অন্ডাল : মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ থেকে অন্ডাল দিকে আসছিল একটি ফ্লাই অ্যাশ ভর্তি ১০ চাকার ডাম্পার। বক্তা নগর চক্রামবাটি ফ্লাই ওভারের ওপর হঠাৎ ডাম্পারের চাকা ফেটে হয়ে যাওয়ায় ফ্লাই ওভারের রেলিং ভেঙ্গে একেবারে নিচে পড়ে যায় ডাম্পারটি । সৌভাগ্যবশতর ঠিক সেই সময়ই ফ্লাইওভারের নিচে সাবওয়েতে কোন মানুষজন ছিল না, থাকলে বড়োসড়ো বিপদ ঘটতে পারতো। ঘটনাস্থলে পৌছায় অন্ডাল থানার পুলিশ ও আন্ডাল ট্রাফিকের কর্মীরা। ফ্লাই ওভারের ওপর থেকে একেবারে নিচে পড়ে দুমড়ে যায় ডাম্পারটি। দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় মৃত ডাম্পারের চালককে উদ্ধার করা হয়। এই ঘটনার পর ফ্লাই ওভারের নিচের দোকানদাররা এবং পথ চলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় বেশকিছু ক্ষন যানজটের সৃষ্টি হয়।পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পারটিকে রাস্তা থেকে সরানোর কাজ করছে বলে জানা গেছে।