অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ আসানসোলের সিবিআইএর বিশেষ আদালতে, শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা

মঙ্গলবার,১৪ই মে ২০২৪

রুমকি মুখার্জি , আসানসোল : মঙ্গলবার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কান্ডের মূলঅভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। কয়লা পাচার কান্ডে ইসিএলের অনেক আধিকারিক গ্রেপ্তার হন পরে অবশ্য জামিনে মুক্ত হন তারা। সঙ্গে সঙ্গে মুল অভিযুক্ত লালাকে দীর্ঘদিন ধরে সিবিআই খুঁজছিল। সুপ্রীমকোর্টের রক্ষা কবচে ফলে সিবিআই এতদিন লালাকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু সুপ্রীমকোর্টের নির্দেশ আছে যে লালাকে সিবিআই প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই জানায় আদালতে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে তদন্ত অধরা থেকে যাবে। লোকসভা নির্বাচনের মধ্যে ই আজ মঙ্গলবার সকালে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। সিবিআই এর বিশেষ আদালত লালাকে ১০ লাখ টাকার  বন্ডে বিশেষ শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। শর্ত হল তদন্ত চলাকালীন লালা সিবিআই এর অনুমতি ছাড়া নিজের গ্রাম পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভাঙ্গর গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবে না।  যখন প্রয়োজন সিবিআই লালাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।২১ শে মে সম্ভবত সিবিআই চার্জশিট জমা দিতে পারে। তারপর ট্রায়াল শুরু হবে।

error: Content is protected !!