সোমবার,১৩ ই মে ২০২৪
শ্রেয়া দাস ও প্রিয়া দত্ত,পূর্ব বর্ধমান : ভোট দিয়ে বেরোনোর সময় এক ব্যাক্তির গলায় ব্লেড চালানোর ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।সোমবার ভোট চলাকালীন ঘটনা ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ পাল্টা অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়৩৯ নম্বর বুথে বিষ্টু ওরাও নামে এক ব্যক্তি ভোট দিয়ে বেরোনোর সময় তাকে পিছন থেকে এসে কেউ বা কারা হঠাৎ করে গলায় তাকে ব্লেড চালিয়ে দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উপস্থিত সকলেই হতবাক এই ঘটনায়।কেউ কেউ বলছেন এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এর জের। তৃণমূল কর্মী বিজেপি প্রার্থী কে ভোট দিয়ে থাকতে পারে এই আশঙ্কায় গলায় ব্লেড চালিয়ে দেয় বলে অনুমান করছেন অনেকেই। আবার কেউ কেউ মনে করছেন বিজেপি প্রার্থী কে ভোট না দেওয়ায় বিজেপি কর্মীরা বদলা নিয়েছে ঔ ব্যাক্তিকে। খবর সংগ্রহ করা পর্যন্ত এই ঘটনার আসল কারন জানা যায় নি।আহত ব্যাক্তি ও হাসপাতালে শুয়ে বলেন তিনি ও বুঝতে পারছেন না কেন তার উপর এইভাবে হামলা হলো। সোমবার সারাদিন লোকসভা নির্বাচন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ছোট বড় নানা অশান্তির ঘটনার সমাহারে কার্যত পঞ্চায়েত ভোটের মতো রুপ নেয়। অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।