বর্ধমানের কালনাগেটে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর লাঠির ঘায়ে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী, পাল্টা আঘাতে মাথা ফাটলো নিরাপত্তা রক্ষীর ,

সোমবার,১৩ ই মে ২০২৪

অনুসূয়া রায় ও শ্রেয়া দাস, পূর্ব বর্ধমান : বর্ধমানের কালনা গেটের কপি বাগান এলাকায়  দিলীপ ঘোষের গাড়ির উপর হামলা এবং

দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর লাঠির ঘায়ে প্রথমে একজন এরপর প্রতিরোধ করতে এসে আরো কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর আহত হবার ঘটনায়  সোমবার বর্ধমানের কালনা গেটের সামনে ব্যাপক উত্তেজনারসৃষ্টি হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার কালনাগেটের  কপি বাগান শিশু শিক্ষা কেন্দ্র ভোট চলাকালীন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ  নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে তিনি পৌঁছালে

তৃণমূল কংগ্রেস কর্মীরা উল্টো দিক থেকে  জয় বাংলা শ্লোগান  দিতে থাকে। অপরদিকে দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীরাও জয় শ্রী রাম শ্লোগান দিতে থাকে।এই অবস্থায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ এর মধ্যে হঠাৎ করে দিলীপ ঘোষের গাড়ি থেকে  নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে এসে  তৃণমূল কংগ্রেস  কর্মীদের লাঠিচার্জ করে।এক জনের মাথা ফেটে যায়।সঙ্গে সঙ্গে রক্তাক্ত  হয় ঔ তৃণমূল কর্মী।এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়  তৃণমূল কর্মীরা  ক্ষোভে ফেটে পড়ে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করে। এরপরেই সেখান থেকে সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ এবং নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ত্যাগ করে। দিলীপ ঘোষের  শরীরে কোন আঘাত লাগে নি। দিলীপ ঘোষ বরাত জোরে বেঁচে যান।ইটের ঘায়ে আহত হন দিলীপ ঘোষের দুই নিরাপত্তারক্ষী। তাদের হাসপাতালে চিকিৎসা করানো হয়।এই ঘটনায় গোটা এলাকা উতপ্ত হয়ে ওঠে। পুলিশ গোটা ঘটনা কোনরকমে সামাল দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের বুঝিয়ে শান্ত করে। যদিও এই ঘটনার পর বর্ধমান দুর্গাপুর লোকসভা

আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

error: Content is protected !!