জমি ও পরিকাঠামো ঠিক থাকলে বন্ধ দুর্গাপুরের এইচ এফ সি কারখানা ফের খোলা যেতে পারে : কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘ ওয়ালা

২৯ শে এপ্রিল ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে প্রচারে এসে দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালা। কেন্দ্রীয় বিজেপি সরকারের আত্মনির্ভরশীল ভারত প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন ঔষধ থেকে টেকনোলজি সব ক্ষেত্রে ই ভারত আত্মনির্ভরশীল হবার স্বপ্ন দেখে। কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালা বলেন দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের‌ যদি পর্যাপ্ত জমি এবং ইনফ্রাকস্ট্রাকচার ঠিক থাকে তাহলে দুর্গাপুরের এইচ এফ সি কারখানা ফের খোলা সম্ভব। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অন্যান্য রাজ্যে এইভাবে বন্ধ ফার্টিলাইজার সার কারখানার ফের শুরু করা হয়েছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নেন এস এস সি নিয়োগ  বাতিল এবং সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যালেঞ্জ করা প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন রাম মেঘওয়ালা বলেন বিচার বিভাগের উপর আস্থা রাখা উচিত, সন্মান করা উচিত । এদিন দুর্গাপুরের বন্ধ কেন্দ্রীয় সরকারের এইচ এফ সি কারখানার  খোলার সম্ভবনা গিয়ে কি কি বললেন অর্জুন রাম মেঘওয়ালা সরাসরি শুনুন

 

 

 

কারখানা

error: Content is protected !!