সোমবার,২৯ শে এপ্রিল ২০২৪
অনুসূয়া রায় ,দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত নগরীর অভিষেক রায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেটাই উনার অপরাধ। অভিযোগ দুর্গাপুরের কনিষ্ক রোডে বিজেপি কর্মী অভিষেকের বাড়িতে বোমাবাজি হয় । গুরুতর কেউ আহত হননি বলে জানা গেছে। ।রবিবার রাতভর রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীর এজোনের কনিষ্ক সাউথ রোডের অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা , অভিযোগ অভিষেকের বাড়ির পাশেই রয়েছে একটি মন্দির সেখানে ও মন্দিরে বোমা মারা হয়। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বর দিকে হলেও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি উত্তম মুখার্জি বিজেপি র অভিযোগ অস্বীকার করে বলেন এইসব ভিত্তিহীন অভিযোগ। বিজেপির পরিকল্পিত ভাবে এইসব অভিযোগ করছে। জানা গেছে অভিষেক রায় জেলা তৃণমূলের নমশুদ্র উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন ছ মাস ধরে, দিন দুয়েক আগে তৃণমূল ছেড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, আর এটাই তার অপরাধ। বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই বলেন তৃণমূল কংগ্রেসের মায়ের তলা থেকে মাটি সরে গেছে বুঝেছে , লোকসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝে এইসব ঘটনা ঘটাচ্ছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।বোমা উদ্ধার করে পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেয়।