বরখাস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা সভা দুর্গাপুরের সরকারি স্কুলে বিধি ভঙ্গের অভিযোগ

২৮ শে এপ্রিল ২০২৪

প্রিয়া দত্ত, দুর্গাপুর :  কলকাতা হাইকোর্টের নির্দেশে  ২০১৬ র এস এস সির নিয়োগ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ২৫,৫৭৩ জন স্কুল শিক্ষক।  দুর্গাপুরেও পাঁচ শতাধিক স্কুল শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। দুর্গাপুরে নেপালিপাড়া হাই স্কুলে রবিবার বরখাস্ত স্কুল শিক্ষকদের আইনি সহায়তা দিতে এক  সভা করা হয়।চাকরি ফিরে পেতে কিভাবে আইনি লড়াই করা হবে সেই নিয়ে আলোচনা করা হয়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শিক্ষক সেলের সভাপতি নুরুল হক এবং দুর্গাপুর বার এসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই এই সভায় উপস্থিত থেকে এই লড়াই এ আইনী পরামর্শ এবং পাশে থাকার আশ্বাস দেন।  সভায় বক্তব্য রাখেন দুর্গাপুরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। সরকারি স্কুলে এদিনের সভা‌করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে সিপিএম  কংগ্রেস এবং বিজেপি সরব হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নালিশ করার হুঁশিয়ারি দেয় বিরোধী দল গুলি। দেখুন সরাসরি বরখাস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের  বিতর্কিত  সভা…

 

error: Content is protected !!