পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল এন আই টি দুর্গাপুর, লাঞ্ছিত ডাইরেক্টরের পদত্যাগ

রবিবার,২৮ শে এপ্রিল ২০২৪

 

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ফের অশান্ত হলো শিক্ষাঙ্গন। অক্সিজেন দেবার ব্যবস্থা কলেজে না থাকায় পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে এই অভিযোগে কলেজের ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল হয় কলেজ চত্ত্বর। ডাইরেক্ট গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিলেও পড়ুয়ারা কলেজের ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে অনড় মনোভাব দেখায়। দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর পড়ুয়ারা হঠাৎ মারমুখী হয়ে নজিরবিহীন ভাবে কলেজের ডাইরেক্টরের কলার ধরে টেনে হিঁচড়ে কলেজ থেকে বের করে দেয়। শেষমেষ চরম লাঞ্ছনার‌ শিকার হয়ে পড়ুয়ার মৃত্যুর সমস্ত দায় নিজের মাথায় নিয়ে কলেজের ডাইরেক্টর পদ থেকে পদত্যাগ করেন ডাইরেক্টর। রবিবার রাতে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ঘটনা। জানা গেছে এন আই টির দ্বিতীয় বর্ষের মেকানিক্যাল বিভাগের পড়ুয়া অর্পন ঘোষ (২০) পরিক্ষায় ব্যাক লক ছিল। রবিবার দুপুরে পরিক্ষা ছিল ।পরিক্ষা দিতে গেলে অর্পনকে পরিচয় পত্র না আনার জন্য পরিক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরিক্ষায় ব্যাক লক থাকার কারণে এমনিতেই অর্পন মানসিক অবসাদে ভুগছিল বলে পড়ুয়ারা জানায়। অর্পনের বাড়ি হুগলীতে।তারপর রবিবার দুপুরে কেবলমাত্র পরিচয় পত্র না আনার কারণে অর্পনকে পরিক্ষায় কলেজ কর্তৃপক্ষ বসতে না দেওয়ায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে অর্পন হোস্টেলে ফিরে আসে এবং বেশকিছু ক্ষন পর বিকেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার রুম থেকে বলে অভিযোগ। মৃত অর্পনের সহপাঠীদের দাবি মানসিক চাপ সহ্য করতে না পেরে অর্পন আত্মহত্যার চেষ্টা করে। অর্পনের সহপাঠীদের আরো অভিযোগ রুম থেকে যখন ঝুলন্ত অর্পনকে উদ্ধার করা হয় তখন ও  অর্পন বেঁচে ছিল।তার অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু কলেজে প্রয়োজনীয় ওষুধ এবং মেডিক্যাল ইউনিটে অক্সিজেন ছিল না।চেয়েও পাওয়া যায় নি।তাছাড়া হাসপাতালে নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্স থাকলেও বর্তমানে এন আই টি র জটিল নিয়মের জালে পড়ে সঠিক সময়ে অ্যাম্বুলেন্স ও  পাওয়া যায়নি। ফলস্বরূপ অর্পন নির্মমভাবে সকলের সামনে ছটফটিয়ে মারা যায় বলে দাবি অর্পনের সহপাঠীদের। সমস্ত ঘটনার জন্য এন আই টি র ডাইরেক্ট অরবিন্দ চৌবেকে দায়ী করে তাকে ডাইরেক্টরের পদ থেকে পদত্যাগ করার দাবিতে কলেজে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ চলে রাত নটা পর্যন্ত।  পড়ুয়াদের পদত্যাগের  দাবি মানতে অস্বীকার করে ডাইরেক্টর  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দেন। পড়ুয়ারা ডাইরেক্টরের কোন কথা শুনতে অস্বীকার করে। শুনুন এন আই টির ডাইরেক্টর অরবিন্দ চৌবের বক্তব্য।

ডাইরেক্টর অরবিন্দ চৌবের বক্তব্য শুনে ঘৃতাহুতি পড়ে যায় পড়ুয়াদের বিক্ষোভে। ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে আরো উত্তাল হয় কলেজ চত্ত্বর।পড়ুয়াদের বিক্ষোভ চলতে থাকে রাত পর্যন্ত।শেষমেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এন আই টি র ডাইরেক্ট অরবিন্দর চৌবে লিখিত পদত্যাগ পত্র পড়ে শোনান পড়ুয়াদের ।এর পরেই শান্ত হতে থাকে পরিস্থিতি। বিষাদের মধ্যে ও অর্পনের সহপাঠীদের মধ্যে ডাইরেক্টর পদত্যাগ করেছেন বলে উল্লসিত দেখা যায়। তারপর বিক্ষোভ বন্ধ করে পড়ুয়ারা নিজ নিজ হোস্টেলে ফিরে যায়। জানা গেছে মৃত অর্পনের মরদেহ স্থানীয় এক বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অর্পনের পরিবারকে খবর দিয়েছে।সোমবার অর্পনের মরদেহ ময়নাতদন্তের পর কলেজে আনা হবে তারপর অর্পনের মরদেহ তুলে দেওয়া হবে অর্পনের পরিবারের হাতে। সরাসরি শুনুন মৃত অর্পনের সহপাঠীদের অভিযোগ

 

 

error: Content is protected !!