মঞ্চে শুধু আসানসোলের নেতারা,কুলটির নেতাদের বিক্ষোভ মমতার নির্বাচনী সভা শুরুর আগে

২৭ শে এপ্রিল ২০২৪

রুমকি মুখার্জি, কুলটি : তখনো  মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি কুলটির জনসভায়।সভা শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শুধু আসানসোলের নেতারা কেন! কুলটিতে জনসভা হচ্ছে।কুলটির নেতাদের বসার অনুমতি নেই কেন! শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে দুটি জনসভা ছিল।একটি কুলটিতে অপরটি ঊষা গ্রামে।কুলটির জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কুলটির নেতাদের বসার জায়গা কেন দেওয়া হলো এই প্রশ্ন তুলে কুলটির তৃণমূল কংগ্রেস কর্মীরা তুমুল বিক্ষোভ দেখায়। বিক্ষোভে নেতৃত্ব দেন আসানসোল পুরসভার ৮ নং বরো চেয়ারম্যান রবি লাল টুডু। আমি একজন বরো চেয়ারম্যান আমি জায়গা পাবো না।অথচ তফশীল জাতি উপজাতি সবাই বসার জায়গা পেয়েছে।জনসভায় দলীয় কর্মীদের সঙ্গে চিৎকার করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন আসানসোলের নেতারা পরিকল্পিত ভাবে কুলটি নেতৃত্ব কে বাদ দিয়েছে সব ক্ষেত্রেই।আমরা  দলের সৈনিক।কুলটির নেতৃত্বের নির্দেশ আছে তাই তাকে মান্যতা দেবো।মঞ্চে জায়গা না পেলেও রাস্তায় দাঁড়িয়ে আমরা দিদির বক্তব্য শুনবো। দলনেত্রীর সভার আগে এদিনের  ঘটনায় তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়ে যায়। যদিও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করে বলেন সেরকম কিছু নয়।আসলে দিদিকে নিয়ে দলের কর্মীদের আবেগ অনেক সকলেই সামনে থেকে দেখতে চায় তাই এই‌ ঘটনা।

 

error: Content is protected !!