শনিবার,২৭ শে এপ্রিল ২০২৪
গনেশ চক্রবর্তী ও রুমকি মুখার্জি, আসানসোল : পাঞ্জাবি পুলিশ অফিসারকে আপনার দলের নেতা যখন খালিস্তানি বললো তখন আপনি পাঞ্জাবি হয়ে কেন প্রতিবাদ করলেন না! আসানসোলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই সরাসরি আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে আক্রমন করেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার উদ্দেশ্যে বলেন উনি ২০১৯ এ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ছিলেন। প্রচুর টাকা খরচ করেছিলেন কিন্তু জেতার পর উনাকে আর পাওয়া যায় নি। বিজেপি কে ভোট না দেবার আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বিজেপি দেশ থেকে মানুষ কে তাড়াতে চায়। বিজেপি এলে দেশে ধর্ম বলে আর কিছু থাকবে না। ওরা দেশে এন আরসি লাগু করতে চায় । প্রধানমন্ত্রী কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ওরা বলে রেশন ওরা দেয়। মিথ্যে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন আসানসোলে সেল গ্যাসের সন্ধানে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।পাশেই দেউচা পাঁচামি।৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সেখানে।এক লক্ষ বেকারের চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে ফের বিজয়ী না করার আহ্বান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী কেবল বাংলার বিরুদ্ধে বলে।বিজেপি দেশ জাতি ধর্ম সব বিক্রি করে দিচ্ছে। বিজেপিকে না সরালে দেশ রক্ষা হবে না।এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালি প্রসঙ্গ তুলে ধরে বলেন অস্ত্র রেখে লোক দেখানো করে এন এস জি,এন আই এ কে দিয়ে এই ঘটনা ঘটালো কিনা তার প্রমান কি আছে!