হারামের মাল খেয়ে ওদের গায়ে শুয়োরের মতো থলথলে চর্বি হয়ে গেছে : দিলীপ ঘোষ

২৭ শে এপ্রিল ২০২৪

অনুসূয়া রায়, দুর্গাপুর :  দিলীপ ঘোষের  নির্বাচনী প্রচারের মিছিল শনিবার ২৩ নং ওয়ার্ডে অর্থাৎ এম এ এম সি আসতেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে গো ব্যাক শ্লোগান সঙ্গে কালো পতাকা দেখানো শুরু হয়। ২৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর আইনজীবী দেবব্রত সাঁই এর নেতৃত্বে গো ব্যাক শ্লোগান চলতে থাকে। সেইসময় যদিও মিছিলে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিলেন না।পাল্টা বিজেপি কর্মীরাও চোর চোর, জয়শ্রী রাম মুহূর মুহূর শ্লোগান দিতে থাকে।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিজেপির মিছিল চলে যায়। তৃণমূলীরাও শান্ত হয়। শেষমেষ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কোন অপ্রীতিকর  ঘটনা ঘটেনি। শনিবার  এক সাংবাদিক সম্মেলনে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন দেশে প্রথম দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে। দেশের বিভিন্ন এজেন্সি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।তাই বিভিন্ন দলের কর্মীরা আমাদের প্রতি আস্থা পেয়ে ভোট দিয়েছেন আগের বার ।এবার ও ভোট দেবে। তিনি বিজেপি কর্মীদের মিছিল কে তৃণমূল কর্মীদের গো ব্যাক শ্লোগান প্রসঙ্গে  বলেন রোদে ওরা বের হয়না। ওদের প্রার্থী ও বের হয় না।আমাদের মিছিল বের হলে ওদের ওদের কষ্ট হয়। গায়ে রোদ লাগবে বলে দলীয় কার্যালয় থেকে এইসব বলছে ওরা। দিলীপ ঘোষ বলেন আসলে ওরা হারামের মাল খেয়ে খেয়ে ওদের গায়ে শুয়োরের মতো থলথলে চর্বি হয়ে গেছে গায়ে।আর দিলীপ ঘোষের গায়ে আছে শুধু মাসল। বিজেপি কর্মীরা‌ রোদে খেটে কাজ করে বলে দাবি বিজেপি প্রার্থীর। শনিবার সাংবাদিক সম্মেলনে কিকি বললেন দিলীপ ঘোষ শুনুন সরাসরি….

 

error: Content is protected !!