সোমবার,২৯ শে এপ্রিল ২০২৪
গনেশ চক্রবর্তী,দুর্গাপুর : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দুর্গাপুরের এন আই টি ডাইরেক্টর অরবিন্দ চৌবের বিষ্ফোরক দাবি সামনে আসতে গোটা শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্গাপুরের এন আই টি র ডাইরেক্ট অরবিন্দ চৌবের দাবি তাকে জোর করে পদত্যাগ পত্রে স ই করানো হয়েছে। পদত্যাগ পত্রটিও তিনি নিজে লেখেন নি।পড়ুয়ারা কেউ বা কারা এই পদত্যাগ পত্রটি লিখে এনে অফিসের ভেতর জোর করে ঢুকে শীল স্ট্যাম্প এনে তাকে মারার হুমকি দিয়ে পদত্যাগ পত্রে স ই করিয়ে নেয় এবং কলেজের রেজিস্ট্রার কে দিয়ে তার মেল আইডিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের মেল পাঠানো হয়। তিনি বেশকিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে কলেজের স্বার্থে। দুর্নীতি আটকাতে কঠোর মনোভাব নেওয়ার ফলে এক শ্রেণীর কলেজের স্টাফ , কন্ট্রাক্টর তাকে পরিকল্পনা করছিল অপসারণের জন্য এবং সুযোগ খুঁজছিল বলে দাবি অরবিন্দ চৌবের। রবিবার পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর পড়ুয়াদের ভুল বুঝিয়ে উস্কানি মূলক কথা বলে সেই সুযোগ কেই পরিকল্পিত ভাবে কাছে লাগানো হয়েছে অভিযোগ অরবিন্দ চৌবের। অরবিন্দ চৌবের দাবি অর্পন পরিচয় পত্র ছাড়াই রবিবার পরিক্ষা দিতে পেরেছিল এবং অক্সিজেন দেওয়া হয়েছে সেই প্রমাণ ও আছে আমার কাছে। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই বিষ্ফোরক অভিযোগ এনেছেন স্বয়ং দুর্গাপুরের এন আই টি র ডাইরেক্ট অরবিন্দ চৌবে দেখুন তিনি কি অভিযোগ করলেন। সরাসরি দেখুন
অরবিন্দ চৌবের বলেন ভিডিওটি দেখুন কিভাবে আমাকে জোর করে পদত্যাগ পত্রে স ই করানো হয়েছে। এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য দুর্গাপুরের এন আই টির মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পন ঘোষ রবিবার আত্মহত্যার হোস্টেলে আত্মহত্যার চেষ্টা করে এবং তাকে যখন উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয় তখন তার অক্সিজেনের প্রয়োজন হয়। অভিযোগ পড়ুয়া এম্বুলেন্স এবং অক্সিজেন চেয়েও কলেজ থেকে পায়নি অক্সিজেনের অভাবে মারা যায় অর্পন ঘোষ বলে অভিযোগ এন আই টি র পড়ুয়াদের।চোখের সামনে এই মর্মান্তিক মৃত্যু দেখে পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে এন আই টি র ডাইরেক্ট অরবিন্দ চৌবের পদত্যাগের দাবিতে রাত পর্যন্ত বিক্ষোভ দেখায়।পড়ুয়াদের অভিযোগ অর্পন ঘোষ পরিক্ষার একটি পেপারে ব্যাক লক ছিল। রবিবার তার পরিক্ষা ছিল। পরিক্ষা দিতে গিয়ে পরিচয় পত্র আনতে ভুলে যাওয়ায় তাকে কলেজ কর্তৃপক্ষ পরিক্ষায় বসতে দেয়নি।ফলে মানসিক অবসাদে হোস্টেলে ফিরে আত্মহত্যার চেষ্টা করে অর্পন।গোটা ঘটনায় এন আই টি র ডাইরেক্ট অরবিন্দ চৌবের চরম গাফিলতি রয়েছে। কলেজ পরিচালনায় গুচ্ছ গুচ্ছ অভিযোগে অরবিন্দ চৌবের জন্য এন আই টি দুর্গাপুরে এই বেহাল দশা বলে পড়ুয়ারা অভিযোগ করে কলেজ চত্ত্বর রবিবার রাতে তুমুল বিক্ষোভ দেখায়। পড়ুয়া কলেজের ডাইরেক্টর অরবিন্দ চৌবের কোন কথায় না শুনে শুধু পদত্যাগের দাবিতে অনড় মনোভাব দেখিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনার তদন্তের নির্দেশ দেন ডাইরেক্টর। কিন্তু পড়ুয়ারা ডাইরেক্টরের পদত্যাগের কথা না শুনে ডাইরেক্টর অরবিন্দ চৌবে কে টেনে হেঁচড়ে অফিস থেকে কলেজের বাইরে বের করে দেওয়া দেয় বলে অভিযোগ অরবিন্দ চৌবের।
এনআইটির ডাইরেক্টর অরবিন্দ চৌবে কে এই পদত্যাগ পত্রে সই করানো হয় বলে অভিযোগ করেন স্বয়ং অরবিন্দ চৌবে তার ছবি।
এরপরেই তিনহাজার পড়ুয়ারা এনে একসঙ্গে ডাইরেক্টর অরবিন্দ চৌবেকে মারার হুমকি দিয়ে জোর করে পড়ুয়ারা পদত্যাগ পত্রে স ই করায় এবং পদত্যাগ পত্রটিকে রেজিস্ট্রার কে দিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরে পাঠিয়ে দেয়।এই অভিযোগ করেন স্বয়ং এন আই টি র ডাইরেক্টর অরবিন্দ চৌবে। রবিবার গুচ্ছ গুচ্ছ ডাইরেক্টর এর বিরুদ্ধে অভিযোগ করলেও এন আই টি র বিক্ষোভরত পড়ুয়াদের এন আই টির ডাইরেক্টর অরবিন্দ চৌবের অভিযোগ নিয়ে কোন বক্তব্য সোমবার সন্ধ্যায় পাওয়া যায় নি। সহপাঠীর অকাল মৃত্যুতে এন আই টি র পড়ুয়ারা সোমবার শোকে মূহ্যমান। সোমবার সন্ধ্যায় কলেজ চত্তরে মোমবাতি মিছিল বের করে পড়ুয়ারা বলে জানা গেছে।দেখুন দুর্গাপুরে এন আই টি র ডাইরেক্টর অরবিন্দ চৌবে সোমবার ভিডিও বার্তায় ঠিক অভিযোগ করেছেন…