২২ শে এপ্রিল ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : টাকার বিনিময়ে এসএস সির চাকরি যারা দিয়েছিল তাদের এবার খুঁজবে সিবিআই। এটাই হবে সিবিআই এর আসল কাজ।আর সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের এবার সুদ সহ সমস্ত বেতন ফেরত দিতে হবে। সোমবার বুদবুদের এক কর্মীসভায় যোগ দিতে একথা বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ বাবু এদিন নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে বলেন পশ্চিম বঙ্গে রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি রয়েছে। পা থেকে মাথা পর্যন্ত সবাই কে ধরা হবে। ভুক্তভোগীরা পাবেন বিচার আর দোষীদের কঠোর শাস্তি হবে। দিলীপ ঘোষ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর এস এস সি চাকরি নিয়োগে উপর রায় প্রসঙ্গে সাংবাদিকদের মন্তব্য করতে গিয়ে বলেন সরাসরি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কেই দায়ী করে বলেন ওরা অনেকের ভবিষ্যত নষ্ট করেছে এবার ওদের ভবিষ্যত ও নষ্ট হবে। দিলীপ ঘোষ বলেন শুধু এবার দেখতে থাকুন এদের কি হয়! সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ২০১৬ র এস এস সি চাকরি নিয়োগে ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন । প্রয়োজন হলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারে সিবিআই বলেও কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। লোকসভা নির্বাচনের মধ্যে এই রায় সারাদেশে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে বুদবুদের কর্মীসভায় যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এস এস সি চাকরি নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর রায় প্রসঙ্গে বলতে কটাক্ষ করতে ছাড়েনি দিলীপ ঘোষ। তিনি বলেন এই পরিস্থিতির জন্য দায়ী যেমন রাজ্য সরকার ও তেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দিলীপ ঘোষ বলেন এস এস সি চাকরি নিয়োগে পুরো দু নম্বরী হয়েছে। সাদা খাতা জমা দিয়ে এসে যারা চাকরি পেয়েছিলেন তাদের এবার সুদ সমেত পুরো বেতনের টাকাই ফেরত দিতে হবে। বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এবার তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। ভুক্তভোগীরা বিচার পেয়েছেন।আর দোষী রা পাবেন কঠোর শাস্তি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে।পা থেকে মাথা পর্যন্ত সবাই কে ধরা হবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ এদিন। রাজ্যে এই পরিস্থিতি এবং এই সংকটের সম্পূর্ণ দায় রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের বলে সরাসরি অভিযোগ করেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোট পর্বের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর এই রায় শুনে যেন হাতে চাঁদ পেলেন। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে বিঁধতে সেকেন্ড সময় নষ্ট করলেন না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই রায়ের পর এবার সিবিআই খুঁজবে যারা চাকরি দিয়েছিল তাদের এবার যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের।