বর্ধমানে মর্নিং ওয়াকে বেরিয়ে হাতপাখা বিতরন করলেন দিলীপ ঘোষ

রবিবার,২১ শে এপ্রিল ২০২৪

শ্রেয়া বাকচি, বর্ধমান : দিলীপ ঘোষ মানেই  প্রাত :ভ্রমন। দিলীপ ঘোষ মানেই সাত সকালে চায়ে পে চর্চার আসর। দিলীপ ঘোষ মানেই খবরের শিরোনাম। রবিবার সাত সকালে একটু অন্য ঢঙ্গে নির্বাচনী প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।বর্ধমানের টাউন হল এলাকায় দিলীপ ঘোষ চায়ে পে চর্চায় উপস্থিত মানুষের পদ্মফুল আঁকা হাতপাখা বিতরন করলেন। প্রাত: ভ্রমনে বর্ধমানে বেরিয়ে দিলীপ ঘোষ এদিন ফুরফুরে মেজাজে ই ছিলেন। এরপর চায়ে পে চর্চায় যোগদান করে খবরের কাগজ পড়েন। চায়ের কাপে চুমুক দিয়ে  স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সঙ্গে সঙ্গে প্রবল দাবদাহে যাতে মানুষের কিছুটা স্বস্তি পান তাই শীতল হাওয়া দিতে দিলীপ ঘোষ এদিন পদ্মফুল আঁকা হাতপাখা বিতরন করেন। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিলীপ বাবু এদিন। তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বলা বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই নিয়েও দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন সন্দেশ খালিতে গিয়ে বলতে বলুন একথা। সন্দেশ খালির মহিলারা কি করবেন। এদিন কংগ্রেস নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কে একহাত নেন দিলীপ ঘোষ। দেখুন সরাসরি বর্ধমানে চায়ে পে চর্চায় হাতপাখা বিতরন দিলীপ ঘোষের।

 

error: Content is protected !!