রবিবার,২১ শে এপ্রিল ২০২৪
অনূসূয়া রায় , দুর্গাপুর : বিজেপির দলীয় কার্যালয় পোড়াকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ রবিবার চরমে পৌছালো। প্রতিবাদে রাস্তায় নেমে বিজেপি কর্মীরা তুমুল বিক্ষোভ, পথ অবরোধ ও করে। অভিযোগ পাল্টা অভিযোগে ভোট বাজারে দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। জানা গেছে দুর্গাপুরের বিধান নগরের পাম্প হাউজ সংলগ্ন বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয়ে রবিবার হঠাৎ আগুন ধরে ভস্মিভূত হয়ে যায়। বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় টি বিধান নগরের রাস্তার ধারে গাছগাছালির মধ্যে থাকায় জঙ্গলের পাতায় আগুন লেগে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরে যায় বলে দাবি স্থানীয় মানুষের।খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি কর্মীরা ছুটে এসে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন শেষমেশ আগুন নেভায়। লোকসভা নির্বাচনের মধ্যে এই ঘটনায় দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখায়। পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের জয় নিশ্চিত জেনে এখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃত ভাবে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের কোথাও পতাকা ফেস্টুন খুলে দিচ্ছে। আবার কোথাও দলীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছে। অভিজিৎ দত্ত সরাসরি অভিযোগ তুলে বলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা শনিবার ২৩ নং ওয়ার্ডে বিজেপির পতাকা ফেস্টুন খুলে দিয়ে গন্ডগোল পাকিয়েছে। আজ রবিবার বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়েছে পরিকল্পিত ভাবে। অভিজিৎ দত্ত বলেন পাশের জঙ্গলে আগুন ধরিয়ে দিয়ে বিজেপি দলীয় কার্যালয়টি পরিকল্পিত ভাবে পুড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখার্জি বলেন প্রবল দাবদাহ চলছে।জঙ্গলের আগুন বিজেপির দলীয় কার্যালয় পুড়েছে।এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। উত্তম মুখার্জি বলেন কোন ইস্যু নেই এখন বিজেপির। ভোটের বাজার গরম করতে বিজেপি সরকারি জমি দখলকরা দলীয় কার্যালয় পোড়াকে অহেতুক ইস্যু করছে। উত্তম মুখার্জি বলেন প্রবল দাবদাহ চলছে।গরমে জঙ্গলের পাতা পুড়ে গিয়ে বিজেপি দলীয় কার্যালয় পুড়েছে।এখন এটাই ইস্যু করে রাস্তায় নেমেছে বিজেপি। জানা গেছে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে বিজেপি দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে এবং এরজন্য কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।