রবিবার,২১ শে এপ্রিল ২০২৪
প্রিয়া দত্ত , দুর্গাপুর : দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গেটের সামনে রবিবার সকালে কর্মবিরতি পালন করে বিক্ষোভে সামিল হলো এন আই টি র সাফাই কর্মীরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টিটি ইউ সির ২ নং ব্লক সভাপতি শান্তনু সোমের নেতৃত্বে রবিবার এই বিক্ষোভ কর্মসূচি হয়।প্রভিডেন্ট ফান্ডের সুবিধা না পাওয়া সহ চাকরির রোজকার কাজের দিন নিয়োগ সংস্থা কমিয়ে দেওয়া সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে রবিবার সকালে তুমুল বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী সাফাই কর্মীদের অভিযোগ কলকাতার এক ঠিকা সংস্থা গত দুই মাস ধরে কাজ শুরু করলেও চুক্তি ভঙ্গ করে ঠিকা কর্মীদের কাজের দিন কমিয়ে দিয়েছে। তাছাড়া বেতন থেকে ইএস আই প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও ঠিকা কর্মীরা চিকিৎসা করাতে ইএস আই এর কাগজপত্র এখনো দেয়নি। ফলে হাসপাতালে গিয়ে কর্মীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না তারা।এর প্রতিবাদে আজ আমরা কর্মবিরতি পালন করে এন আই টি গেটে বিক্ষোভে সামিল হয়েছি।আই এন টিটি ইউ টির দুর্গাপুর ২ নং ব্লক সভাপতি শান্তনু সোম বলেন কলকাতার এক ঠিকা সংস্থা এন আই টি র সাফাই এর দায়িত্ব পাবার থেকে ২০৬ জন ঠিকা কর্মীকে বেতন থেকে ই এস আই, প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিলেও প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে না। ইএস আই এর কাগজপত্র না দেওয়ায় কর্মীরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সুযোগ সুবিধা দেবার কথা ছিল সেগুলো এন আই টি কর্তৃপক্ষ এবং ঠিকা সংস্থা লাগু করেনি এখনো। তাছাড়া চুক্তির বাইরে গিয়ে কাজের দিন ও কমিয়ে দিয়েছে।এই কারণে কর্মীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।এর প্রতিবাদে আজ আমরা এন আই টি গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছি। শান্তনু সোম হুঁশিয়ারি দিয়ে বলেন এন আই টি র সাফাই কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারন করবে।